আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ভারতীয় নৌ-সেনায় প্রচুর নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন...
শূন্য পদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৯টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্য পদের বিস্তারিত বিবরণ:
শূন্য পদ | সংখ্যা |
অ্যানালিস্ট | ৫ |
স্যাম্পেল কালেক্টর | ২ |
জুনিয়র টেকনিক্যাল অফিসার | ১ |
কন্টিজেন্ট ড্রাইভার | ১ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (Broadcast Engineering Consultants India Limited) |
পদের নাম | স্যাম্পেল কালেক্টর, জুনিয়র টেকনিক্যাল অফিসার, কন্টিজেন্ট ড্রাইভার ইত্যাদি |
শূন্য পদের সংখ্যা | ৯ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | চুক্তি ভিত্তিক |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিস্তারিত দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২৩.১২.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের কেমিস্ট্রি/ বিশ্লেষণীয় রসায়ন/ভৌত রসায়ন/পলিমার কেমিস্ট্রি/ অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি/ হাইড্রো কেমিস্ট্রি/ বায়ো অ্যানালিটিক্যাল সায়েন্স/ বায়ো কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি/ বায়োটেকনোলজিতে M.Sc ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন: প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে এই স্বনামধন্য প্রতিষ্ঠান, বিস্তারিত জানুন এক ঝলকে...
স্যাম্পেল কালেক্টর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে (একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণকালীন কোর্স)।
ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের দশম শ্রেণি পাস হতে হবে।
জুনিয়র টেকনিক্যাল অফিসার (EP)MPEDA-এর জন্য শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের মৎস্য বিজ্ঞানে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
কন্টিজেন্ট ড্রাইভার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের ৮ম শ্রেণি পাশ হতে হবে এবং ব্যাজ সাউন্ড হেলথ/চোখ পরীক্ষার সার্টিফিকেট-সহ হালকা মোটরযানের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডে শতাধিক শূন্যপদে নিয়োগ! কীভাবে-কোথায় আবেদন করবেন? জানুন...
নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টাভিউয়ের ভিত্তিতে। শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের অনলাইন/অফলাইন ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।