BECIL Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫ ডিসেম্বর, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: স্টাফ সিলেকশন বোর্ডে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি!
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এবং সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-
https://www.becil.com/uploads/vacancy/267bc1fe5c60b05368040710c145b83a.pdf
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড (Broadcast Engineering Consultants India Limited) |
পদের নাম: | মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট |
শূন্যপদের সংখ্যা: | ৫ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি: | মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | B.Sc ডিগ্রি সহ কাজের অভিজ্ঞতা |
বেতনক্রম: | মাসিক ২১ হাজার ৯৭০ টাকা |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ২৫.১২.২০২১
আরও পড়ুন: দারুন খবর! শীঘ্রই প্রচুর পদে শিক্ষক নিয়োগ, আবেদন গ্রহণ চলছে, জানুন বিশদে...
BECIL Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ বা অন্য কোনও মোড দ্বারা প্রার্থীদের অবহিত করা হবে কি না তা পরবর্তীতে নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা/ লিখিত পরীক্ষা/ ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠানের তরফে কোনও টিএ বা ডিএ প্রদান করা হবে না।
BECIL Recruitment 2021: বেতনক্রম
প্রার্থীদের নির্বাচনের পরবর্তীতে মাসিক ২১ হাজার ৯৭০ টাকা বেতনক্রম ধার্য করা হয়েছে।
BECIL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। মূলত মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে।
BECIL Recruitment 2021: আবেদনের যোগ্যতা
সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে B.Sc ডিগ্রি সহ প্রার্থীরা আবেদনের যোগের যোগ্য। প্রাসঙ্গিক শাখায় ডিগ্রি সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।