TRENDING:

Bank of Maharashtra Recruitment 2022: প্রচুর পদে নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক! বিশদে জানুন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি

Last Updated:

Bank of Maharashtra Recruitment 2022: আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি, ২০২২ থেকে। আবেদন করতে হবে অনলাইনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সম্প্রতি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের (Bank of Maharashtra) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জেনারেলিস্ট অফিসার (Generalist Officer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইটে @bankofmaharashtra.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Bank of Maharashtra
Bank of Maharashtra
advertisement

-Bank of Maharashtra Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি, ২০২২ থেকে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

-Bank of Maharashtra Recruitment 2022: শূন্য পদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনো পর্যন্ত মোট ৫০০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

-Bank of Maharashtra Recruitment 2022: শূন্য পদের বিস্তারিত বিবরণ

জেনারেলিস্ট অফিসার স্কেল-২: ৪০০টি পদ (UR-162, SC-60, ST-30, OBC-108, EWS-40)

জেনারেলিস্ট অফিসার স্কেল-৩: ১০০টি পদ (UR-41, SC-15, ST-7, OBC-27, EWS-10)

advertisement

-এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra)
পদের নাম জেনারেলিস্ট অফিসার স্কেল-২, জেনারেলিস্ট অফিসার স্কেল-৩
শূন্য পদের সংখ্যা ৫০০
কাজের স্থান মহারাষ্ট্র
কাজের ধরন কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি  লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে
আবেদন প্রক্রিয়া শুরু ০৫.০২.২০২২
শিক্ষাগত যোগ্যতা যে কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে
বেতনক্রম  জেনারেলিস্ট অফিসার স্কেল-২- মাসিক ৪৮১৭০ টাকা, জেনারেলিস্ট অফিসার স্কেল-৩- মাসিক ৬৩৮৪০ টাকা
আবেদন পদ্ধতি  অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন ২২.০২.২০২২

-Bank of Maharashtra Recruitment 2022: আবেদনের যোগ্যতা

যে কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

জেনারেলিস্ট অফিসার স্কেল-২: ৩ বছরের কাজের অভিজ্ঞতা

জেনারেলিস্ট অফিসার স্কেল-৩: ৫ বছরের কাজের অভিজ্ঞতা

আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ! একাধিক পদে নিয়োগ, বেতন কত জানুন

advertisement

-Bank of Maharashtra Recruitment 2022: বেতনক্রম

জেনারেলিস্ট অফিসার স্কেল-২: মাসিক ৪৮,১৭০ টাকা

জেনারেলিস্ট অফিসার স্কেল-৩: মাসিক ৬৩,৮৪০ টাকা

-Bank of Maharashtra Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ০৫.০২.২০২২

আবেদনের শেষ দিন: ২২.০২.২০২২

জেনারেলিস্ট অফিসার পরীক্ষার তারিখ: ১২.০৩.২০২২

-Bank of Maharashtra Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Bank of Maharashtra Recruitment 2022: প্রচুর পদে নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক! বিশদে জানুন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল