-Bank of Maharashtra Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি, ২০২২ থেকে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
-Bank of Maharashtra Recruitment 2022: শূন্য পদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনো পর্যন্ত মোট ৫০০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
-Bank of Maharashtra Recruitment 2022: শূন্য পদের বিস্তারিত বিবরণ
জেনারেলিস্ট অফিসার স্কেল-২: ৪০০টি পদ (UR-162, SC-60, ST-30, OBC-108, EWS-40)
জেনারেলিস্ট অফিসার স্কেল-৩: ১০০টি পদ (UR-41, SC-15, ST-7, OBC-27, EWS-10)
-এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra) |
পদের নাম | জেনারেলিস্ট অফিসার স্কেল-২, জেনারেলিস্ট অফিসার স্কেল-৩ |
শূন্য পদের সংখ্যা | ৫০০ |
কাজের স্থান | মহারাষ্ট্র |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে |
আবেদন প্রক্রিয়া শুরু | ০৫.০২.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | যে কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে |
বেতনক্রম | জেনারেলিস্ট অফিসার স্কেল-২- মাসিক ৪৮১৭০ টাকা, জেনারেলিস্ট অফিসার স্কেল-৩- মাসিক ৬৩৮৪০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২২.০২.২০২২ |
-Bank of Maharashtra Recruitment 2022: আবেদনের যোগ্যতা
যে কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
জেনারেলিস্ট অফিসার স্কেল-২: ৩ বছরের কাজের অভিজ্ঞতা
জেনারেলিস্ট অফিসার স্কেল-৩: ৫ বছরের কাজের অভিজ্ঞতা
আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ! একাধিক পদে নিয়োগ, বেতন কত জানুন
-Bank of Maharashtra Recruitment 2022: বেতনক্রম
জেনারেলিস্ট অফিসার স্কেল-২: মাসিক ৪৮,১৭০ টাকা
জেনারেলিস্ট অফিসার স্কেল-৩: মাসিক ৬৩,৮৪০ টাকা
-Bank of Maharashtra Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ০৫.০২.২০২২
আবেদনের শেষ দিন: ২২.০২.২০২২
জেনারেলিস্ট অফিসার পরীক্ষার তারিখ: ১২.০৩.২০২২
-Bank of Maharashtra Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।