আরও পড়ুন-সূর্যাস্তের পর নখ কাটতে বারণ করা হয় কেন ? এটা কি কুসংস্কার না অন্য কিছু ?
সূত্রের খবর, সেক্ষেত্রে আরও ৪০০ কোটি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন অনুমোদন হতে পারে ৩০ এপ্রিলের মধ্যেই। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে মোট ১০০০ কোটি টাকার লোন অনুমোদন পেয়ে যেতে পারে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা। এদিনের বৈঠকে ঠিক হয়েছে আগামী ৭ এপ্রিল রাজ্য জুড়ে মোবিলাইজেশন ক্যাম্প করা হবে। মূলত এই ক্যাম্প এর মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সব তথ্য জমা দিতে পারে।
advertisement
এপ্রিল মাসের শেষেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন অনুমোদনের পরিমাণ ১ হাজার কোটির অঙ্ক ছুঁতে চলেছে। ৮ মাসের মধ্যেই এই লোন অনুমোদনের পরিমাণ হতে চলেছে রাজ্যে। আজ, মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব ব্যাঙ্কগুলোর সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে জরুরি বৈঠকে বসেন। ৩১ মে-র মধ্যেই যে সমস্ত পড়ুয়ার ডকুমেন্টেশন ১০০% আছে তাদের লোন অনুমোদনের নির্দেশ ব্যাঙ্ক গুলিকে। ইতিমধ্যেই ৬০০ কোটি টাকার লোন অনুমোদন হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। ৫৫ হাজার আবেদনপত্র ব্যাঙ্কগুলোর কাছে পড়ে আছে লোন অনুমোদন মঞ্জুরের জন্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার জন্য আবেদনকারীর সংখ্যা এক লক্ষ আশি হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন-রাজ্যের এই জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ! জেনে নিন আবহাওয়ার আপডেট
প্রসঙ্গত এখনও পর্যন্ত ২১৫০০ জন পড়ুয়ার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের অর্থ মঞ্জুর করেছে ব্যাঙ্কগুলি। যার অর্থের পরিমাণ ৬০০ কোটি টাকারও বেশি। নবান্ন সূত্রে খবর, এই দিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন পাওয়ার বিষয়টি আরও গতি বাড়াতে হবে ব্যাঙ্কগুলোকে। সূত্রের খবর, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদনকারীর সংখ্যা পৌঁছেছে ১ লক্ষ ৮০ হাজারের বেশি। সেক্ষেত্রে ব্যাঙ্কগুলির কাছে এখনও ৫৫ হাজার আবেদনপত্র পড়ে রয়েছে মঞ্জুর করার জন্য। সেই আবেদনপত্র মঞ্জুর হয়ে গেলে মে মাসের মধ্যেই অনেকটাই লোন পাওয়ার গতি বাড়বে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বলেই আশা করছেন নবান্নের উচ্চপদস্থ আধিকারিকরা।