TRENDING:

Assam Police SI Recruitment 2021: পুলিশে মেগা রিক্রুটমেন্ট! ৩০৬টি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানুন

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: সম্প্রতি অসমের স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (State Level Police Recruitment Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

Assam Police SI Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়া শেষ দিন ৯ জানুয়ারি, ২০২২। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন- হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

বিশদ নোটিশের লিঙ্ক- https://slprbassam.in/pdf/Notice2021/advertisement%20-SI_(UB).pdf

Assam Police SI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩০৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অসম (State Level Police Recruitment Board)

advertisement

পদের নাম: সাব ইন্সপেক্টর
শূন্যপদের সংখ্যা: ৩০৬
কাজের স্থান: অসম
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু: ১০.১২.২০২২
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন:  ০৯.০১.২০২২

advertisement

Assam Police SI Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে কলা, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সমযোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদনের যোগ্য।

Assam Police SI Recruitment 2021: বয়সসীমা

আরও পড়ুন- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একজিকিউটিভ পদে নিয়োগ করবে এই সংস্থা, কীভাবে আবেদন করব

advertisement

প্রার্থীদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

Assam Police SI Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার মোট নম্বর ১০০ এবং সম্পূর্ণ পরীক্ষা ওএমআর শিটের ওপর নেওয়া হবে। মোট প্রশ্ন থাকবে ১০০টি। প্রতিটি প্রশ্নের মান হবে ১। যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের PET/PST-র জন্য ডাকা হবে।

Assam Police SI Recruitment 2021: বিশেষ ঘোষণা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোনও আবেদন ফি দিতে হবে না। মোট পদের ৩০% মহিলাদের জন্য সংরক্ষিত। অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি সংরক্ষণের আওতায় ধরা হবে না।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Assam Police SI Recruitment 2021: পুলিশে মেগা রিক্রুটমেন্ট! ৩০৬টি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল