TRENDING:

Recruitment 2021: স্টাফ সিলেকশন বোর্ডে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি!

Last Updated:

প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। (Recruitment 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইটানগর: সম্প্রতি অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের (Arunachal Pradesh Staff Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (personal assistant) বা স্টেনোগ্রাফার গ্রেড- ৩ (stenographer grade 3) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2021)।
স্টাফ সিলেকশন বোর্ডে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি!
স্টাফ সিলেকশন বোর্ডে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি!
advertisement

APSSB Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

APSSB Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের কেবলমাত্র স্টেনোগ্রাফার প্রফিসিয়েন্সি টেস্ট ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগ করা হবে। অন্য কোনও মাধ্যমে প্রার্থীদের কোনও ভাবেই নিয়োগের জন্য নির্বাচন করা হবে না।

আরও পড়ুন: দারুন খবর! শীঘ্রই প্রচুর পদে শিক্ষক নিয়োগ, আবেদন গ্রহণ চলছে, জানুন বিশদে...

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এবং সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-

advertisement

https://apssb.nic.in/Index/institute_index/ins/RECINS001

APSSB Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৮১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড (Arunachal Pradesh Staff Selection Board)
পদের নাম:  পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা: ৮১
কাজের স্থান: অরুণাচল প্রদেশ
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ০৫.০১.২০২২

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ভারতীয় রেলে শীঘ্রই প্রচুর নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন...

APSSB Recruitment 2021: আবেদনের যোগ্যতা

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে।

APSSB Recruitment 2021: বয়সসীমা

advertisement

আবেদনের শেষ দিন অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩১ বছর বয়স পর্যন্ত ধার্য করা হয়েছে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

APSSB Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ

প্রফিসিয়েন্সি টেস্টের সম্ভাব্য তারিখ- ২৯.০১.২০২২

লিখিত পরীক্ষা- ০৬.০২.২০২২

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

স্টেনোগ্রাফার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ২১.০১.২০২২ তারিখ থেকে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: স্টাফ সিলেকশন বোর্ডে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল