মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান, “এআই যতটা সহজ ও দ্রুত কাজের ক্ষেত্রে উপকারী। ততটাই ব্যবহার না জানাদের কাছে ক্ষতিকারক। শুধু প্রশ্ন করলেই যে এআই এর কাছে উত্তর পাওয়া যাবে তা সঠিক নয়। এআই হচ্ছে একটি টুল, যা মানব বুদ্ধি দ্বারা তৈরি। এআই কখনই মানব বুদ্ধিমত্তার বিকল্প হতে পারে না। তাই সংগ্রহে থাকা প্রশ্নের উত্তর কেবলমাত্র এআই দিতে পারে। তবে এআই ব্যবহারের জন্য উপযুক্ত কৌশল প্রয়োজন। সঠিক তথ্য এবং শব্দকেই ব্যবহারের মাধ্যমে এআই সঠিক ও সহজভাবে ব্যবহার করা যাবে।”
advertisement
এআই ক্লাসে অংশ নেওয়া এক স্কুল ছাত্রী অবন্তিকা ঘোষ জানান, “এআই ব্যবহার সম্পর্কে কিছুটা ধারণা ছিল। তবে বিশেষ এই এআই ক্লাসের পর আরও অনেক কিছু জানা হল। কিভাবে ব্যবহার করলে এআই কাজে আসবে। প্রশ্নের উত্তর নয়, প্রশ্ন সমাধান করার পদ্ধতি এআই এর কাছে জানা প্রয়োজন। এআই একটি টুল যা দ্রুত কাজ সম্পন্ন করতে সাহায্যকারী। এআই ব্যবহারের একাধিক কৌশল ও পদ্ধতি জানা গেল। আগামীতে এআই নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে প্রযুক্তিতে ঘিরে রয়েছে মানব সমাজ। অধিকাংশ কাজই শারীরিক পরিশ্রম থেকে পরিণত হচ্ছে প্রযুক্তিতে। সেই আঁচ দেখা দিচ্ছে কর্মসংস্থানেও। তাই বর্তমান প্রজন্মের কাছে প্রযুক্তির সঠিক ব্যবহার তুলে ধরতে স্কুল পড়ুয়াদের এমন প্রযুক্তিক ক্লাস ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে উপকারি হবে বলে অভিমত শিক্ষা মহলের।





