TRENDING:

Army Recruitment Rally: লক্ষ লক্ষ যুবকের আশায় জল ঢেলে স্থগিত হল ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়া

Last Updated:

Army Recruitment Rally: সারা দেশ জুড়েই আপাতত সব নিয়োগ র‍্যালি স্থগিত রাখা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লক্ষ লক্ষ যুবকদের জন্য কি শুধুই অন্ধকার অপেক্ষা করছে? কী বলছে পরিসংখ্যান? এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) সিপাহী জিডির মতো পদে নিয়োগের জন্য লক্ষ লক্ষ যুবক নিয়োগ র‍্যালির জন্য অপেক্ষা করছে। কিন্তু সম্প্রতি এমন কোনও নিয়োগ র‍্যালিই অনুষ্ঠিত হচ্ছে না। এই রকম অবস্থায় এমন অনেক যুবক রয়েছেন যাঁরা বহু পূর্ব থেকে নিয়োগ র‍্যালির অপেক্ষায় থেকে থেকে তাঁদের চাকরীর বয়সসীমা পার করে ফেলেছেন। সেনা নিয়োগ সমাবেশের অপেক্ষায় থাকা তরুণরা এবার সরব হয়ে উঠেছেন, তাঁরা জানতে চাইছেন কেন এত বছর ধরে নিয়োগ র‍্যালির আয়োজন করা হচ্ছে না।
Army Recruitment Rally
Army Recruitment Rally
advertisement

তবে সম্প্রতি সরকারের তরফে এর কারণও জানানো হয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট (Ajoy Bhat) এ দিন সংসদে বলেছেন, আপাতত করোনা মহামারীর কারণে সেনা নিয়োগ সমাবেশ স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, যেখানে গত বছর মোট চারটি সেনা নিয়োগ সমাবেশের আয়োজন করা হয়েছিল যেখানে এ বছরের জন্য নিয়োগ র‍্যালির প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন- প্রচুর পদে নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক! বিশদে জানুন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি

রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়ালের (Hanuman Beniwal) প্রশ্নের লিখিত জবাবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনা মহামারির কারণে রাজস্থানসহ সারা দেশ জুড়েই আপাতত সব নিয়োগ র‍্যালি স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে জোনাল রিক্রুটিং জোন অফিস মারফৎ নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ সমাবেশ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আরও বলেছেন যে, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এটি স্থগিতই থাকবে।

advertisement

আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ! একাধিক পদে নিয়োগ, বেতন কত জানুন

নৌবাহিনীতেও নিয়োগ ঘিরে সঙ্কট দেখা গিয়েছে

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলেছেন, এ বছর করোনা মহামারীর কারণে ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) অফিসার ও নাবিকদের নিয়োগের ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়েছে। এ কারণে ২০২০ সালের মাঝামাঝি থেকে নাবিক নিয়োগের জন্য নির্ধারিত ব্যাচের ছুটি ঘোষণা করতে হয়েছিল। মহামারীর কারণে আপাতত কর্মকর্তাদের প্রশিক্ষণেও বিলম্ব হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ভারতীয় নৌবাহিনীর দ্বারা পরিচালিত কোনও নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আপাতত নেই এবং কোনও পরীক্ষার ফলাফলও ইতিমধ্যে আটকে রাখা হয়নি। এছাড়াও করোনা মহামারীর কারণে ভারতীয় বিমান (Indian Air Force) বাহিনীতেও এই মুহূর্তে কোনও নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়নি। তবে করোনা পরিস্থিতি সঠিক ভাবে সেরে না ওঠা পর্যন্ত নতুন করে কোনও নিয়োগাদেশও ছাড়ার সম্ভাবনা নেই।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Army Recruitment Rally: লক্ষ লক্ষ যুবকের আশায় জল ঢেলে স্থগিত হল ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল