তবে সম্প্রতি সরকারের তরফে এর কারণও জানানো হয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট (Ajoy Bhat) এ দিন সংসদে বলেছেন, আপাতত করোনা মহামারীর কারণে সেনা নিয়োগ সমাবেশ স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, যেখানে গত বছর মোট চারটি সেনা নিয়োগ সমাবেশের আয়োজন করা হয়েছিল যেখানে এ বছরের জন্য নিয়োগ র্যালির প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- প্রচুর পদে নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক! বিশদে জানুন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি
রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়ালের (Hanuman Beniwal) প্রশ্নের লিখিত জবাবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনা মহামারির কারণে রাজস্থানসহ সারা দেশ জুড়েই আপাতত সব নিয়োগ র্যালি স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে জোনাল রিক্রুটিং জোন অফিস মারফৎ নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ সমাবেশ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আরও বলেছেন যে, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এটি স্থগিতই থাকবে।
আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ! একাধিক পদে নিয়োগ, বেতন কত জানুন
নৌবাহিনীতেও নিয়োগ ঘিরে সঙ্কট দেখা গিয়েছে
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলেছেন, এ বছর করোনা মহামারীর কারণে ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) অফিসার ও নাবিকদের নিয়োগের ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়েছে। এ কারণে ২০২০ সালের মাঝামাঝি থেকে নাবিক নিয়োগের জন্য নির্ধারিত ব্যাচের ছুটি ঘোষণা করতে হয়েছিল। মহামারীর কারণে আপাতত কর্মকর্তাদের প্রশিক্ষণেও বিলম্ব হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর দ্বারা পরিচালিত কোনও নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আপাতত নেই এবং কোনও পরীক্ষার ফলাফলও ইতিমধ্যে আটকে রাখা হয়নি। এছাড়াও করোনা মহামারীর কারণে ভারতীয় বিমান (Indian Air Force) বাহিনীতেও এই মুহূর্তে কোনও নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়নি। তবে করোনা পরিস্থিতি সঠিক ভাবে সেরে না ওঠা পর্যন্ত নতুন করে কোনও নিয়োগাদেশও ছাড়ার সম্ভাবনা নেই।