অনুপম নিজেও একজন ইঞ্জিনিয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের পেশা থেকে সরে এসে গানবাজনা নিয়ে রয়েছেন। বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অত্যন্ত জনপ্রিয় অনুপমের গান। রাজ্যের জয়েন্টের ফলাফল এতদিন না প্রকাশ হওয়ায় তাঁর মনে প্রশ্ন জেগেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তিত অনুপম রায়।
advertisement
সোশ্যাল মিডিয়ায় অনুপম লিখেছেন, ‘সাধারণত জুলাই মাস থেকে বাংলাতে ইঞ্জিনিয়ারিং-এর নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে যায়। এ বছর WBJEE রেজাল্ট এখনও বেরোয়নি। শুধু ভাবি ছাত্র-ছাত্রীদের দুর্দশার কথা। দ্রুত ফলাফল বের করা হোক।’
আরও পড়ুন: আদালতের নির্দেশের পরই এসএসসিতে আবেদনে তৎপরতা ‘যোগ্য’ শিক্ষকদের, তবে পরীক্ষায় বসবেন কি?
এ বছরের পরীক্ষাটি গত ২৭ এপ্রিল, ২০২৫-এ দুটি শিফটে অনুষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের (WBJEEB) দ্বারা পরিচালিত WBJEE 2025 পরীক্ষার ফল শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বলে জানানো হয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা অধীর আগ্রহে ফলের জন্য অপেক্ষা করছেন।