চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠের ৩০ জন শিক্ষিকার মধ্যে ৭ জনের চাকরি বাতিল হয়েছে।স্বাভাবিকভাবেই স্কুল পরিচালনায় বিপাকে পড়ছেন কর্তৃপক্ষ। পূর্বাচল বালিকা বিদ্যাপীঠের বর্তমান ছাত্রী সংখ্যা ২০০০। স্কুলে পরীক্ষাও শুরু হয়েছে। এর মধ্যে স্কুল পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: গরমের ‘সুপার ফ্রুট’, তবু সাবধান! এই কয়েকটি রোগ থাকলে ভুলেও ছোঁবেন না তরমুজ, কাদের বারণ? জেনে নিন
advertisement
সহকারী প্রধান শিক্ষিকা চাকরি বাতিলের সংখ্যা না বলতে চাইলেও স্কুল পরিচালনার ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হবে তা স্বীকার করে নিলেন। পাশাপাশি, যাঁরা ছিলেন তাঁরা যথেষ্ট যোগ্য ছিলেন বলেও দাবি করেন তিনি।
নদিয়ার ছোট নলদহ হাইস্কুলেরও একই অবস্থা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন পলাশিপাড়ার ছোট নলদহ হাই স্কুলের ৯ জন শিক্ষক। এর ফলে স্কুলের পঠনপাঠন নিয়ে বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। ওই স্কুলের মোট শিক্ষক ছিলেন ২৮ জন। ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ১৪৫০জন। ৯ জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় অবস্থা শোচনীয়। চাকরি বাতিল শিক্ষকদের কেউই এদিন স্কুলে আসেননি। কীভাবে স্কুল চলবে তা নিয়ে সঙ্কটে কর্তৃপক্ষ।