যার মধ্যে-
তমলুক মহকুমায় ১৬টি
কাঁথিতে ৯টি
এগরায় ৫টি
হলদিয়ায় ৫টি
পরীক্ষা দিতে চলেছেন মোট ৪০ হাজার ৪০০ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে আজ রবিবার পরীক্ষা দেবেন ২১ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী এবং আগামী ১৪ তারিখ পরীক্ষা দেবেন ১৯ হাজার ১৪৫ জন। আজকের পরীক্ষার জন্য জেলায় নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। মোতায়েন থাকছে ৭০০ থেকে ৮০০ পুলিশ। বড় সংখ্যক ইন্সপেক্টর পদ মর্যাদার আধিকারিকরা থাকছেন। পরীক্ষা চলাকালীন এবং আগে-পরে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি থাকছে। সবদিকে লক্ষ্য রাখছেন ম্যাজিস্ট্রেটরা।
advertisement
নজর রাখা হয়েছে যানজট নিয়ন্ত্রণের ওপরও। খবর গিয়েছে, আরটিও-গুলিতেও।
সর্বক্ষণ তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম। কোনও দাগি যেন পরীক্ষা না দিতে পারে। সে কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নাম যাচাইয়ের ওপর কড়া নজরদারি থাকছেই। দেখা হবে সচিত্র পরিচয়পত্র ও এডমিট কার্ড।
এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই।