পর্ষদের ফলাফলে দেখা গিয়েছে, এ বার বিজ্ঞান বিষয় নিয়ে পরীক্ষা দিয়েছেন এক লক্ষ ১১ হাজার ৪৩০ জন ছাত্রছাত্রী। পাশ করেছেন এক লক্ষ ৬ হাজার ৮৭৪ জন ছাত্রছাত্রী। পাশের হার বিজ্ঞান বিষয়ে ৯৫.৯১ শতাংশ। এ বার উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে এ বার মোট পরীক্ষা দিয়েছেন ছয় লক্ষ ২৮ হাজার ৫৯ জন। পাশ করেছেন, পাঁচ লক্ষ ৫০ হাজার ৭৬৪ জন। ৮৭.৬৯ শতাংশ কলা বিভাগে এ বার পাস করেছেন। কমার্স বিভাগে এ বার মোট পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে ছিল ৩৮ হাজার ৫০৯ জন, পাশ করেছেন ৩৫ হাজার ৭৮৯ জন। কমার্সে এ বছর পাসের হার ৯২.৯৪ শতাংশ।
advertisement
পরিসংখ্যানে দেখা গিয়েছে, এ বার সবচেয়ে বেশি পরিক্ষার্থী ছিলেন কলা বিভাগে৷ আর সবচেয়ে কম বাণিজ্য বিভাগে৷ এ বারও কলকাতার তুলনায় ফল ভাল হয়েছে জেলার৷ সর্বোচ্চ পাশের হার রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়৷ এ বারের পরীক্ষায় হুগলি জেলা থেকে প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার৷ দ্বিতীয় হয়েছে দু’জন, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা৷
