TRENDING:

12th Result: বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৫ শতাংশের বেশি, কলা বিভাগে ৮৭, বাণিজ্য বিভাগে ৯২ শতাংশ

Last Updated:

12th Result: পরিসংখ্যানে দেখা গিয়েছে, এ বার সবচেয়ে বেশি পরিক্ষার্থী ছিলেন কলা বিভাগে৷ আর সবচেয়ে কম বাণিজ্য বিভাগে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রকাশিত হল উচ্চ-মাধ্যমিকের ফলাফল৷ আর তাতেই এ বার শতাংশের বিচারে পাশের হারে সবচেয়ে এগিয়ে রইলেন উচ্চ-মাধ্যমিকের বিজ্ঞান বিষয়ক পড়ুয়ারা৷ সবচেয়ে বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন কলা বিভাগে, সেখানে পাশের হার সবচেয়ে কম বলেই দেখা গিয়েছে ফলাফলে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পর্ষদের ফলাফলে দেখা গিয়েছে, এ বার বিজ্ঞান বিষয় নিয়ে পরীক্ষা দিয়েছেন এক লক্ষ ১১ হাজার ৪৩০ জন ছাত্রছাত্রী। পাশ করেছেন এক লক্ষ ৬ হাজার ৮৭৪ জন ছাত্রছাত্রী। পাশের হার বিজ্ঞান বিষয়ে ৯৫.৯১ শতাংশ। এ বার উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে এ বার মোট পরীক্ষা দিয়েছেন ছয় লক্ষ ২৮ হাজার ৫৯ জন। পাশ করেছেন, পাঁচ লক্ষ ৫০ হাজার ৭৬৪ জন। ৮৭.৬৯ শতাংশ কলা বিভাগে এ বার পাস করেছেন। কমার্স বিভাগে এ বার মোট পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে ছিল ৩৮ হাজার ৫০৯ জন, পাশ করেছেন ৩৫ হাজার ৭৮৯ জন। কমার্সে এ বছর পাসের হার ৯২.৯৪ শতাংশ।

advertisement

আরও পড়ুন – WBCHSE HS Class 12th Result 2023 | মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ‘এই’ জেলার জয়জয়কার, এবারেও পিছিয়ে কলকাতা

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

পরিসংখ্যানে দেখা গিয়েছে, এ বার সবচেয়ে বেশি পরিক্ষার্থী ছিলেন কলা বিভাগে৷ আর সবচেয়ে কম বাণিজ্য বিভাগে৷ এ বারও কলকাতার তুলনায় ফল ভাল হয়েছে জেলার৷ সর্বোচ্চ পাশের হার রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়৷ এ বারের পরীক্ষায় হুগলি জেলা থেকে প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার৷ দ্বিতীয় হয়েছে দু’জন, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
12th Result: বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৫ শতাংশের বেশি, কলা বিভাগে ৮৭, বাণিজ্য বিভাগে ৯২ শতাংশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল