TRENDING:

Tops Kerala Exam: ইচ্ছেটাই তো আসল কথা! ১০৮ বছর বয়সে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হলেন বৃদ্ধা

Last Updated:

কমলাক্কানির নাতি বলেন, ‘‘সামনের মাসেই ঠাকুমা ১০৯ বছর পূর্ণ করবে৷ অনেক দিন থেকেই দেখছি ঠাকুরমার লেখাপড়ার দিকে খুব ঝোঁক৷ খুব শেখার ইচ্ছে৷ এর আগে কিছুদূর পড়াশোনা করেছিলেন তামিলনাড়ুতে৷ এখানে ফের সম্পূর্ণম শাস্ত্র প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেন৷ এখন তো সবচেয়ে বেশি নম্বর পেয়ে সরকারের কাছে সম্মান স্মারকও পেয়েছেন উনি৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল: নাম কমলাক্কানি৷ বয়স, আনুমানিক ১০৮ বছর৷ জন্ম, ১৯১৫ সাল৷ পেশা ছোট এলাচের খেতের শ্রমিক৷ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ১০০ -র মধ্যে ৯৭৷ পড়াশোনা আজকালকার প্রজন্মের অনেকাংশের কাছেই এখন জলভাতের মতো৷ নামী স্কুল, ততোধিক দামী বই, খাতা, ইউনিফর্ম৷ এই প্রজেক্ট, সেই প্রজেক্টে মুড়ি মুড়কির মতো টাকা খরচ৷ তা সত্ত্বেও পড়াশোনা করার, শেখার ইচ্ছেটা চোখে পড়ে হাতে গোনা মানুষের মধ্যে৷ বেশিরভাগেরই দৌড় ওই নম্বর আর কেরিয়ারের দিকে৷ কিন্তু, জীবনের প্রায় শেষ সীমায় দাঁড়িয়ে কমলাক্কানিরা আর কিছুই চাননা৷ চান শুধু শিখতে৷ লেখাপড়া শিখতে৷
advertisement

জ্ঞান হওয়া ইস্তকই ছোট এলাচের খেতে কাজ করা শুরু৷ তামিলনাড়ুর ঠেনি জেলায় আদি বাস হলে, পরবর্তীকালে কমলাক্কেনির পরিবার চলে আসে কেরলের বন্দনমেদুতে৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের! মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই..

বেশ কিছুদিন হল কেরল সরকারের সম্পূর্ণম শাস্ত্র সাক্ষরতা প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করেছিলেন কমলা৷ এই প্রকল্পের মাধ্যমে প্রবীণ ব্যক্তিদের যত্ন সহকারে লেখাপড়া সেখানোর বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে সে রাজ্যের সরকার৷ অদম্য ইচ্ছা, অধ্যবসায় এবং পরিশ্রম করে বর্তমানে তামিল এবং মালায়লাম দুই ভাষাতেই সমান দক্ষ হয়ে উঠেছেন কমলা৷ স্বাক্ষরতা প্রকল্পের পরীক্ষায় ১০০ র মধ্যে ৯৭ নম্বর পেয়েছেন তিনি৷ তাঁকে দেখে অনুপ্রাণিত প্রকল্পের বাকি প্রবীণ সদস্যেরা৷

advertisement

আরও পড়ুন: গরমে এখন শুধুই 'ছুটি ছুটি' নয়! বিদেশি ধাঁচে থেকে এ রাজ্যেও চালু হতে চলেছে ‘সামার ক্যাম্প’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কমলাক্কানির নাতি বলেন, ‘‘সামনের মাসেই ঠাকুমা ১০৯ বছর পূর্ণ করবে৷ অনেক দিন থেকেই দেখছি ঠাকুরমার লেখাপড়ার দিকে খুব ঝোঁক৷ খুব শেখার ইচ্ছে৷ এর আগে কিছুদূর পড়াশোনা করেছিলেন তামিলনাড়ুতে৷ এখানে ফের সম্পূর্ণম শাস্ত্র প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেন৷ এখন তো সবচেয়ে বেশি নম্বর পেয়ে সরকারের কাছে সম্মান স্মারকও পেয়েছেন উনি৷’’

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Tops Kerala Exam: ইচ্ছেটাই তো আসল কথা! ১০৮ বছর বয়সে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হলেন বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল