আরও পড়ুন
Sanju Review: সঙ্গে সঞ্জয় দত্ত, তবে বাজি জিতলেন রণবীরই !
না চাইলেও, মাথায় এসেই যাবে মারাঠি ‘সইরাত’ ৷ এতটাই স্ট্রং ছিল নাগরাজ মনজুলের চিত্রনাট্য ৷ এতটাই স্ট্রং ছিল রিঙ্কু রাজগুরু ও আকাশ তোসারের অভিনয় ৷ যা কিনা শেষ অবধি হতবাক করেছিল ৷ কিন্তু ঠিক এর উল্টোটাই করল ‘ধড়ক’ ৷ জাহ্নবী শুধুমাত্র প্রেমের দৃশ্যে, গানের দৃশ্যে ‘হিরোইন’ হয়ে উঠলেন ৷ অন্যান্য দৃশ্যে একেবারেই ফিকে হল জাহ্নবীর অভিব্যক্তি ! জাহ্নবীর সঙ্গে রিঙ্কুর তুলনা আসলেও, শ্রীদেবীর সঙ্গে জাহ্নবীর তুলনা অনর্থক ৷ অন্যদিকে, ঈশান চেষ্টা করেছেন ৷ বলা ভালো, গোটা ছবি জুড়ে ঈশানই চেষ্টা করে গিয়েছেন, ‘ধড়ক’-কে ‘সইরাত’ করে তুলতে ৷ বাদ বাকিটা করণ জোহরের ‘লার্জার দ্যান লাইফ’ ৷
advertisement
‘সইরাত’-এর গ্রামের গল্পকে পরিচালক শশাঙ্ক খৈতান ‘ধড়ক’-এ নিয়ে এসে ফেললেন উদয়পুরের রাজমহলে৷ বড় বড় রাজপ্রাসাদ ৷ উদয়পুরের স্থাপত্য ঢাকা দিয়ে ফেলল, ‘নিরীহ’ প্রেমকে ৷ যা কিনা এই ছবির সবচেয়ে শক্তপোক্ত জায়গা হয়ে উঠতে পারত ৷ অন্তত, ‘সইরাত’-এর ক্ষেত্রে যেটা হয়ে উঠেছিল ৷ কিন্তু ‘ধড়ক’ যেন হয়ে উঠল উদয়পুরের ট্র্যাভেল-ট্যুরিজমের বিজ্ঞাপন ৷
করণ জোহরের ছবি করার দৃষ্টিভঙ্গিই হয়তো কাল হল ‘ধড়ক’-এর ক্ষেত্রে ৷ আর যা থেকে কিছুতেই বের হতে পারলেন না শশাঙ্ক ৷ বের হতে পারলেন না জাহ্নবী ও ঈশানও ৷ এমনকী, বহুদিন পর অভিনয়ে ফিরে এসে আশুতোষ রানাও পর্যন্ত হার মারলেন করণ জোহরের মেকিংয়ের কাছে ৷
আরও পড়ুন
আহা রে মন রিভিউ: মনের ভিতর যে উচাটন চলে, তাই আসলে ‘আহারে মন !’
‘সইরাত’ ছবিতে প্রথমে একটা মিষ্টি প্রেমের জন্ম ৷ তারপর ভালোবাসার জন্য সব ছেড়ে দেওয়া ৷ এবং দ্বিতীয় পর্বে সম্পর্কে হঠাৎ জটিলতা রীতিমতো দর্শকের মগজে হাতুড়ি মারে ৷ বিশেষ করে ছবির একেবারে শেষ পর্যায় ৷ কিন্তু ধড়ক ছবিতে প্রেমটা থাকলেও, অন্যান্যগুলো মিসিং ৷ আর এই ‘অন্যান্য’ গুলোই অন্য সব লাভস্টোরি থেকে আলাদা করেছিল সইরাতকে ৷ সেটা পারল না শশাঙ্কের ধড়ক !
অভিনয়ের দিক থেকে ঈশান নিজের একশো শতাংশ দিয়েছেন ৷ জাহ্নবী চেষ্টা করেছেন ৷ তবে জাহ্নবীর একটা সুন্দর স্ক্রিন প্রেজেন্স রয়েছে, তা ধড়ক-এ স্পষ্ট ৷ হয়তো পরের ছবিতে চাইলে তাকও লাগাতে পারেন তিনি ৷
‘ধড়ক’ এমন একটা ছবি, যা কিনা দেখতে সুন্দর লাগলেও, গভীর ছাপ ফেলে না ৷ ‘ধড়ক’ এমন একটা ছবি যা নতুন কিছু দিতে পারে না দর্শককে ৷ ১৩৭ মিনিট ধরে শুধুই একটা সুন্দর কাঠামো সামনে ধরে রাখে ধড়ক ৷ যা এক সময় বিরক্তি ছাড়া আর কিছুই দেয় না !