আরও পড়ুন: অভিনয় জগতে পা রেখেই প্রবল ট্রোলিংয়ের মুখে পড়লেন মীরা রাজপুত
এবার রণবীরের পরিবারের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেল দীপিকাকে ৷ দিন দুয়েক আগেই ছিল রণবীরের বোনে ঋতিকা ভবনানির জন্মদিন ৷ হবু ননদের বার্থডে সেলিব্রেট করতে তাই উপস্থিত হয়ে গেলেন দীপস ৷ কেক কাটলেন, মজা করলেন, নাচা-গানা সবই হল জমিয়ে ৷ আর সেই ব্যক্তিগত সময়ের ভিডিও আর ছবিও মুহূর্তে ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায় ৷ আর খুব স্বাভাবিভাবেই ‘দীপ-বীর’-এর সেই ছবি ভাইরাল হয়ে গেল নেটদুনিয়ায় ৷
advertisement
Location :
First Published :
August 08, 2018 1:11 PM IST