শুনানি চলাকালীন বিজেপি কাউন্সিলর মুকেশ সুরায়নকেও সতর্ক করে দিয়েছে বেঞ্চ। কয়েক সপ্তাহ আগে দিল্লি পৌরসভার কর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিল্লির নজফগর ওয়ার্ডের কমিটি সভাপতি সুরায়নের বিরুদ্ধে । এই কারণেই আদালতে তলব করা হয় তাঁকে ও নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন বিচারপতি । মানুষের ভোট পেয়ে তিনি ক্ষমতায় এসেছেন, তাঁর এইরকম আচরণে কী প্রভাব পড়বে, প্রশ্ন তুলেছে বেঞ্চ । অবশ্য সোমবারই সুরায়নের উকিল আর এস সুরি তাঁর হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ।
advertisement
আরও পড়ুন: আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহ লালুকে তলব করল দিল্লি আদালত
ওই বেঞ্চ জানিয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও অধিকার কারও নেই । আদালতের নির্দেশ মেনে চলা প্রত্যেকের কর্তব্য। ক্ষমতার সুযোগ নিয়ে আইন অমান্য করলে তা মেনে নেবে না শীর্ষ আদালত । প্রসঙ্গত, দিল্লি শহরে বেআইনি নির্মানকাজ রুখতে কয়েকটি মামলা চলছে সুপ্রিম কোর্টে ।
