TRENDING:

Jalpaiguri Knife Attack: ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, জলপাইগুড়িতে ৮ জনকে কোপাল যুবক! আশঙ্কাজনক ৪

Last Updated:

তহিদুলের কিছুটা মানসিক সমস্যা ছিল৷ কিন্তু সে যে এমন কাণ্ড ঘটাবে, তা ভাবতে পারেননি কেউ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রকি চৌধুরী, কলকাতা: সাত সকালে জলপাইগুড়িতে রক্তারক্তি কাণ্ড৷ জলপাইগুড়ির বানারহাটে ছুরি নিয়ে একের পর এক স্থানীয় বাসিন্দাকে কোপালো যুবক৷ ঘটনায় আহত হয়েছেন ৮ জন৷ তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক৷
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা৷
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা৷
advertisement

তাঁদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে৷

ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নং গ্রামপঞ্চায়েতের সজনাপাড়া এলাকায়৷ অভিযুক্ত যুবক তহিদুল বককে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। এলাকার বাসিন্দারা সেই যুবককে আটক করে তারপর গণপিটুনি দেয়। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে খবর৷ পুলিশ গিয়ে সেই যুবককে উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।

advertisement

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে ঘুম থেকে উঠেই রুদ্রমূর্তি ধারণ করে তহিদুল৷ হঠাৎই একটি ছুরি নিয়ে বেরিয়ে পড়ে সে৷ এর পর হাতের সামনে যাঁকে পেয়েছে, তাঁকেই ছুরি দিয়ে কোপাতে শুরু করে ওই যুবক৷ প্রথমে মজিনা খাতুন নামে এক মহিলার উপরে চড়াও হয় তহিদুল৷ তাঁর চিৎকারে ছুটে আসেন অনেকে৷ এর পরে তাঁদের উপরেও হামলা চালায় ওই যুবক৷

advertisement

আরও পড়ুন: পরিচারিকার সঙ্গে সঙ্গমের সময়ই হার্ট অ্যাটাক! বৃদ্ধের মৃত্যুতে ফাঁস হল পরকীয়া

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জানা গিয়েছে, তহিদুলের কিছুটা মানসিক সমস্যা ছিল৷ কিন্তু সে যে এমন কাণ্ড ঘটাবে, তা ভাবতে পারেননি কেউ৷ আহতদের প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁদের মধ্যে নূর হোসেন (৩০),ফরিদুল ইসলাম (৪৫),মনিজা খাতুন (৫০),রপিনা খাতুনের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Jalpaiguri Knife Attack: ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, জলপাইগুড়িতে ৮ জনকে কোপাল যুবক! আশঙ্কাজনক ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল