তাঁদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে৷
ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নং গ্রামপঞ্চায়েতের সজনাপাড়া এলাকায়৷ অভিযুক্ত যুবক তহিদুল বককে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। এলাকার বাসিন্দারা সেই যুবককে আটক করে তারপর গণপিটুনি দেয়। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে খবর৷ পুলিশ গিয়ে সেই যুবককে উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
advertisement
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে ঘুম থেকে উঠেই রুদ্রমূর্তি ধারণ করে তহিদুল৷ হঠাৎই একটি ছুরি নিয়ে বেরিয়ে পড়ে সে৷ এর পর হাতের সামনে যাঁকে পেয়েছে, তাঁকেই ছুরি দিয়ে কোপাতে শুরু করে ওই যুবক৷ প্রথমে মজিনা খাতুন নামে এক মহিলার উপরে চড়াও হয় তহিদুল৷ তাঁর চিৎকারে ছুটে আসেন অনেকে৷ এর পরে তাঁদের উপরেও হামলা চালায় ওই যুবক৷
আরও পড়ুন: পরিচারিকার সঙ্গে সঙ্গমের সময়ই হার্ট অ্যাটাক! বৃদ্ধের মৃত্যুতে ফাঁস হল পরকীয়া
জানা গিয়েছে, তহিদুলের কিছুটা মানসিক সমস্যা ছিল৷ কিন্তু সে যে এমন কাণ্ড ঘটাবে, তা ভাবতে পারেননি কেউ৷ আহতদের প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁদের মধ্যে নূর হোসেন (৩০),ফরিদুল ইসলাম (৪৫),মনিজা খাতুন (৫০),রপিনা খাতুনের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়৷