TRENDING:

প্রিয় বন্ধুর গর্ভ ছিঁড়ে সন্তান 'চুরি'র অপরাধ, শিউরে ওঠার মতো ঘটনা

Last Updated:

এক মহিলা তাঁর গর্ভবতী বন্ধুকে খুন করে তাঁর পেট থেকে শিশুটিকে ছিঁড়ে বের করে ফেলেছেন৷|| A woman kills her pregnant friend and rips the baby out of her womb

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রাজিল:  একজন মেয়ের জীবনে সন্তানের আগমন অন্যতম সুখের ঘটনা৷ আর এই সময় প্রিয় বন্ধুরা পাশে থাকলে মন আরও ভাল হয়ে যায়৷ কিন্তু সেই প্রিয় বন্ধুই যদি এই সুখের সময়ে পিছন থেকে ছুরি মারে? তাহলে? প্রিয় বন্ধুই ছুরি মেরেছে৷ পিছন থেকে নয়, একেবারে সামনে থেকে৷
advertisement

সম্প্রতি এমনই এক মর্মান্তিক খুনের ঘটনা সামনে এসেছে৷ যেখানে এক মহিলা তাঁর গর্ভবতী বন্ধুকে খুন করে তাঁর পেট থেকে শিশুটিকে ছিঁড়ে বের করে ফেলেছেন৷ শিউরে ওঠার মতো এই খুনের ঘটনাটি ২০২০ সালে ব্রাজিলে ঘটেছিল৷

২৪ বছর বয়সী ফ্লাভিয়া গোডিনহো আর ২৭ বছর বয়সী রোজালবা মারিয়া গ্রিম ছিলেন বন্ধু৷ মৃৎশিল্পের কাজ হয় এমন একটি জায়গায় ফ্লাভিয়াকে নৃশংস ভাবে খুন করেছিলেন রোজালবা।

advertisement

আরও পড়ুন: বিশ্বের শুষ্কতম মরু চিলির আটাকামায় রংবাহারি ফুলের মেলা, দেখুন প্রকৃতির বিস্ময়ের ছবি

জানা গিয়েছে, প্রথমে ফ্লাভিয়ার মাথায় বেশ কয়েকবার ইট দিয়ে আঘাত করেন রোজালবা৷ এরপর একটি ধারালো ছুরি ব্যবহার করে ফ্ল্যাভিয়ার পেট কেটে বাচ্চাটিকে বের করে ফেলেন৷ প্রবল রক্তক্ষরণের ফলে মারা যান ফ্লাভিয়া৷ ঘটনার সময় তিনি ৩৬ সপ্তাহের গর্ভবতী ছিলেন৷ মারা যাওয়ার পরে বান্ধবীর লাশ একটি ভাটিতে লুকিয়ে রাখেন রোজালবা৷

advertisement

অপরাধ করার পর রোজালবা তাঁর সঙ্গীর কাছে চলে যান৷ তিনি শিশুটিকে নিজের মনে করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে ডাক্তাররা তাঁর আচরণ দেখে সন্দীহান হন। এরপরই চিকিৎসকরা পুলিশে খবর দেন এবং তাঁর সঙ্গী-সহ রোজালবাকে গ্রেফতার করা হয়৷ তবে ২৭ জুলাই, ২০২১ রোজালবার সঙ্গী ছাড়া পেয়ে যান৷

advertisement

আরও পড়ুন:  টমেটো কেচাপে ভেস্তে গেল সুপারি হত্যা! স্বামীকে মারতে চেয়ে গুণ্ডাদের সঙ্গে হাজতে স্ত্রী

কিন্তু কেন এমন ভয়ঙ্কর কাজ করলেন রোজালবা? অপরাধের কারণটিও মারাত্মক৷ রোজালবার দাবি, তিনি মৃত মহিলার গর্ভ থেকে অনাগত শিশুকে বের করার বিষয়ে গবেষণা করেছিলেন৷

এমনকী তিনি প্রসবের সময় গর্ভাবস্থার লক্ষণগুলি কীভাবে অনুকরণ করতে হয় তাও শিখেছিলেন৷ ১৫ ঘন্টা ধরে বিচার হয়েছিল রোজালবার৷ যেখানে তিনি আদালতকে বর্ণনা দেন এই ভয়ঙ্কর অপরাধ ও সেটির পরিকল্পনা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁকে গুরুতর হত্যা, একটি শিশুকে হত্যার চেষ্টা, একটি মৃতদেহ গোপন করা এবং একটি নবজাতকের অধিকার কেড়ে নেওয়ার মতো একাধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
প্রিয় বন্ধুর গর্ভ ছিঁড়ে সন্তান 'চুরি'র অপরাধ, শিউরে ওঠার মতো ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল