TRENDING:

অ্যাপ ক্যাবে যুবতীকে 'গণধর্ষণ', যমুনা এক্সপ্রেসওয়েতে নারকীয় ঘটনা!

Last Updated:

পুলিশ সূত্রে খবর, নয়ডার ৩৭ নম্বর সেক্টর থেকে একটি শেয়ার ক্যাবে উঠেছিলেন ওই যুবতী। সেই ক্যাবেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়ডা: ২৩ বছরের যুবতীকে উত্তরপ্রদেশের আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে গণধর্ষণের অভিযোগ। চালক-সহ আরও ২ জনের বিরুদ্ধে এমন নারকীয় অত্যাচারের অভিযোগ। পুলিশ তিন জনকেই গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, নয়ডার ৩৭ নম্বর সেক্টর থেকে একটি শেয়ার ক্যাবে উঠেছিলেন ওই যুবতী। সেই ক্যাবেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে। তাদের নাম জয়বীর, টিটু ও চাচা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের হেফাজতে নেয় পুলিশ। তদন্তকারীদের দাবি, গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। ক্যাবে গণধর্ষণের পর ওই যুবতীকে এতমাদপুরের রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

আরও পড়ুন: আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তোলপাড়, তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!

advertisement

বুধবার সকালেই এতমাদপুর পুলিশ স্টেশনে অভিযোগ জানানোর পর তদন্ত শুরু করা হয়। যুবতীর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। আগ্রা পুলিশ জানিয়েছে, 'মঙ্গলবার রাত সাড়ে আটটায় নয়ডার ৩৭ নম্বর সেক্টর থেকে শেয়ার ক্যাবে উঠেছিলেন যুবতী। নয়ডা থেকে ফিরোজাবাদ যাচ্ছিল সেটি। যুবতীর দাবি, মাঝরাস্তায় বাকিরা ওঠে এবং তিনজনে তাঁকে ধর্ষণ করে। এতমাদপুরে ফেলে দেয় গাড়ি থেকে। সেখান থেকে রিক্সা নিয়ে ফিরোজাবাদ যান যুবতী।'

advertisement

আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

অভিযুক্তদের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নয়ডা থেকে এতমাদপুরের সমস্ত টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ কমিশনার জানিয়েছেন, তিন অভিযুক্তকে জেরা করা চলছে।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
অ্যাপ ক্যাবে যুবতীকে 'গণধর্ষণ', যমুনা এক্সপ্রেসওয়েতে নারকীয় ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল