TRENDING:

Crime News: খদ্দেরের সঙ্গেই প্রেম, বিয়ে! তার পর যা করল যৌনকর্মী, শিউরে উঠতে হয়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: গত মার্চ মাস থেকে নিখোঁজ ছিলেন এক যুবক৷ শেষ পর্যন্ত তাঁর টুকরো টুকরো করা দেহ উদ্ধার করল পুলিশ৷ যুবককে খুনের অভিযোগে তাঁরই প্রাক্তন প্রেমিকাকে গ্রেফতারও করা হয়েছে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চেন্নাইয়ে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে মৃতের নামে এম জয়ন্থন৷ তিনি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি বিমানসংস্থার গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করতেন৷ নঙ্গনল্লুরে নিজের দিদির বাড়িতেই থাকতেন ওই যুবক৷ তাঁকে খুনের অভিযোগে ধৃত মহিলার বয়স ৩৯৷ ওই মহিলা যৌনকর্মী হিসেবে কাজ করেন বলেই পুলিশ সূত্রে খবর৷

আরও পড়ুন: স্বামীর খাবারে ঘুমের ওষুধ মেশালো স্ত্রী! তার পর...হাড় হিম করা ঘটনা মুর্শিদাবাদে

advertisement

নিহত যুবকের দিদি পুলিশে অভিযোগ জানিয়ে দাবি করেছিলেন, গত ১৮ মার্চ থেকে তাঁর ভাই নিখোঁজ৷ এর পরেই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷ কল রেকর্ডিং এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক মহিলার সঙ্গে দেখা করার জন্য জয়ন্থন পুদুক্কোট্টই গিয়েছিলেন৷ দু জনের মধ্যে সম্পর্কের কথাও জানতে পারে পুলিশ৷ জিজ্ঞাসাবাদে ওই মহিলা জয়ন্থনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকারও করে নেন৷

advertisement

এক পুলিশকর্তা জানিয়েছেন, যৌনকর্মী ওই মহিলার কাছে খদ্দের হিসেবেই গিয়েছিলেন জয়ন্থন৷ সেই সূত্রেই তাঁদের আলাপ৷ এর পর কিছুদিনের মধ্যেই মন্দিরে গিয়ে বিয়েও করেন দু জনে৷ কিন্তু কিছুদিনের মধ্যেই আবার আলাদাও হয়ে যান তাঁরা৷

আরও পড়ুন: উত্তরবঙ্গে থেকে বীরভূম চলছে কারবার! যুবতীর ব্যাগে উঁকি দিতেই চোখ কপালে পুলিশের, চাঞ্চল্য

advertisement

গত ১৮ মার্চ ওই মহিলার সঙ্গে দেখা করতে জয়ন্থন পুদুক্কোট্টাই পৌঁছন৷ তখনই অন্য এক ব্যক্তির সাহায্য নিয়ে জয়ন্থনকে খুন করে ওই মহিলা৷ এর পর জয়ন্থনের দেহ টুকরো টুকরো করে প্লাস্টিকে ভরে তারা৷ সেই টুকরো টুকরো করা দেহ কোবলামে ফেলে আসা হয়৷ পুলিশ জানিয়েছে, এখনও গোটা ঘটনার তদন্ত চলছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা নিজের পেশার জন্যই চেন্নাইয়ে যাতায়াত করত৷ সেই সূত্রেই বেশ কয়েকজন পুরুষের সঙ্গে পরিচিতি ছিল তাঁর৷ এ রকমই কয়েকজনের সাহায্য নিয়ে জয়ন্থনের দেহ লোপাট করা হয় বলে অভিযোগ৷ মোট দু বারে দেহের টুকরোগুলি কোবলামে ফেলে যাওয়া হয়৷ দেহের সেই টুকরোগুলো উদ্ধার করে শনাক্তকরণের কাজ চালাচ্ছে পুিলশ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত, সেই খোঁজও চলছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: খদ্দেরের সঙ্গেই প্রেম, বিয়ে! তার পর যা করল যৌনকর্মী, শিউরে উঠতে হয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল