আরও পড়ুন- এবার ইডির নজরে সঞ্জয় রাউত! রবিবার সাতসকালেই শিবসেনা সাংসদের বাড়িতে ইডির হানা
আরও পড়ুন- আম্বানি পরিবারকে নিরাপত্তা জোগাবে কেন্দ্র সরকারই, জানাল সুপ্রিম কোর্ট
‘দুর্ঘটনাক্রমে’ ট্রিগারে চাপ দিতেই গুলি বেরিয়ে সোজা বিঁধে যায় তাঁরই বন্ধুর দেহে। ঘটনাস্থলেই তাঁর ১১ বছর বয়সী প্রতিবেশী খেলার সঙ্গীর মৃত্যু ঘটে, জানিয়েছেন কৌশাম্বির অতিরিক্ত সুপারিনটেনডেন্ট পুলিশের সমর বাহাদুর সিং।
advertisement
ঘটনাটি কারারি থানা এলাকায় ঘটেছে বলে জানান সমর বাহাদুর সিং। তিনি জানান, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি এবং নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Location :
First Published :
Jul 31, 2022 9:40 AM IST
