TRENDING:

ঘনিষ্ঠ মুহূর্তে নগ্ন শরীরে ৫০ টিউব আঠা! পরকীয়ারত জুটিকে নৃশংস হত্যাকাণ্ডে ধৃত তান্ত্রিক

Last Updated:

Udaipur Murder: তাঁদের নগ্ন ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই যুগলের মধ্যে পুরুষের যৌনাঙ্গও খণ্ডিত করা ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উদয়পুর: এক প্রেমিক জুটিকে হত্যার অভিযোগে সোমবার উদয়পুরে গ্রেফতার করা হয়েছে এক তান্ত্রিককে৷ গত ১৮ নভেম্বর স্থানীয় জঙ্গল থেকে তাঁদের নগ্ন ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই যুগলের মধ্যে পুরুষের যৌনাঙ্গও খণ্ডিত করা ছিল৷
প্রতিহিংসা চরিতার্থ করতে খুনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা
প্রতিহিংসা চরিতার্থ করতে খুনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা
advertisement

৩০ বছর বয়সি প্রাক্তন সরকারি স্কুলের শিক্ষক এবং তাঁর ২৮ বছরের প্রেমিকার নিথর দেহ উদ্ধার হয় গোগুন্ডা থানার কেলাবাওড়ি জঙ্গলে৷ জানা গিয়েছে তাঁরা দু’জনেই বিবাহিত ছিলেন অন্য কারওর সঙ্গে৷ বিবাহিত অবস্থায় তাঁরা পরকীয়ার সম্পর্কে ছিলেন৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এটা অনার কিলিং বা সম্মান রক্ষার্থে খুন৷ প্রতিহিংসা চরিতার্থ করতে খুনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷

advertisement

তদন্ত শুরু করে অন্তত ২০০ জনকে জেরা করেছে পুলিশ৷ খতিয়ে দেখা হয় প্রায় ৫০ টি জায়গার সিসিটিভি ফুটেজ৷ এই সব প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ গ্রেফতার করেছে ভালেশ কুমার নামে অভিযুক্ত তান্ত্রিককে৷ পুলিশের দাবি, সে জেরায় তার অপরাধ স্বীকার করেছে৷

আরও পড়ুন :  শীতের শুরুতে মুম্বই চিড়িয়াখানায় জন্ম ৩ পেঙ্গুইন শাবকের

advertisement

তদন্তকারীরা জানিয়েছেন নিহত তরুণ ও তরুণী ওই তান্ত্রিকের পূর্ব পরিচিত ছিলেন৷ তাঁদের মধ্যে সম্পর্কের কথাও ভালেশ কুমার জানত৷ পুলিশের দাবি, তরুণের স্ত্রীকে এই পরকীয়ার কথা জানিয়ে দেয় তান্ত্রিকই৷ তার জেরে তীব্র সাংসারিক অশান্তির মধ্যেও পড়তে হয় ওই তরুণকে৷ এই ঘটনায় তিনি ও তাঁর প্রেমিকা তান্ত্রিককে দোষারোপও করেন৷ পুলিশের ধারণা, ভবিষ্যতে ঝামেলা ও নিগ্রহের আশঙ্কা এড়াতে প্রেমিক জুটিকে খুন করার চক্রান্ত করে অভিযুক্ত তান্ত্রিক৷

advertisement

পরিকল্পনা অনুযায়ী নামী সংস্থার পঞ্চাশ টিউব আঠা কেনে ওই তান্ত্রিক৷ তার পর তা সংগ্রহ করা হয় একটি বোতলে৷ এর পর ওই প্রেমিক জুটিকে সে ডেকে নিয়ে যায় এক নির্জন স্থানে৷ তার পর তাঁদের একান্তে রেখে চলে যাওয়ার ভান করে ওই তান্ত্রিক৷ তার অনুপস্থিতিতে শারীরিক সম্পর্কে লিপ্ত হন ওই যুগল৷

আরও পড়ুন : হাড়হিম করা ঘটনা! ওড়িশায় মৌমাছির কামড় খেয়ে মৃত্যু গ্রামবাসীর

advertisement

এই সুযোগেরই অপেক্ষায় ছিল তান্ত্রিক ভালেশ কুমার৷ পুলিশের দাবি, সে জেরায় জানিয়েছেন ঘনিষ্ঠ অবস্থায় ওই জুটির শরীরে সে ঢেলে দেয় ৫০ টিউব জোরদার আঠা৷ বিপদ বুঝতে পেরে নিজেদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে ওই জুটি৷ কিন্তু তত ক্ষণে তাঁদের চামড়া জুড়ে গিয়েছে৷ তাঁরা যত নিজেদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন তত তাঁদের চামড়া খুলে আসতে থাকে৷ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গোপনাঙ্গ৷ অভিযোগ এই করুণ পরিস্থিতিতেই তান্ত্রিক গলার নলি কেটে খুন করে প্রাক্তন শিক্ষককে৷ তাঁর সঙ্গিনীকে হত্যা করা হয় শ্বাসরোধ করে৷

পুলিশি জেরায় তান্ত্রিক জানিয়েছে সে ঘনিষ্ঠ অবস্থাতেই ওই জুটিকে খুন করতে চেয়েছিল৷ কারণ তার উদ্দেশ্য ছিল তাদের পরকীয়া প্রকাশ্যে আনা৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
ঘনিষ্ঠ মুহূর্তে নগ্ন শরীরে ৫০ টিউব আঠা! পরকীয়ারত জুটিকে নৃশংস হত্যাকাণ্ডে ধৃত তান্ত্রিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল