এবার সেরকমই একটি পার্টিতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই দুই সহকর্মীর বিরুদ্ধে৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ৷
আরও পড়ুন: চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে, কালীঘাটের বাড়ি থেকেই পুজোর উদ্বোধন করতে পারেন মমতা
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নিউ টাউনের একটি নামজাদা অভিজাত আবাসনে৷ জানা গিয়েছে, নির্যাতিতা এবং অভিযুক্ত প্রত্যেকেই নিউ টাউনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী৷ গতকাল ওই আবাসনে উইকএন্ড পার্টিতে মিলিত হয়েছিলেন তাঁরা৷ সেখানেও মদ্যপানও করেন তিন জন৷ নির্যাতিতার অভিযোগ, মদ্যপানের পরেই তাঁর দুই সহকর্মী তাঁকে গণধর্ষণ করে৷
advertisement
এ দিন সকালেই টেকনো সিটি থানায় অভিযোগ জানান নির্যাতিতা৷ এর পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশষ এই ঘটনায় আরও এক তথ্যপ্রযুক্তি কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পাশাপাশি পুলিশের পক্ষ থেকে নির্যাতিতা তরুণীর বয়ান নেওয়া হচ্ছে৷ এ দিন বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে নির্যাতিতা তরুণীর মেডিক্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ৷
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন