TRENDING:

নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির

Last Updated:

তিন বার তলবের পরও ইডি দফতরে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র। এবার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে তাপস মণ্ডলের ‘এজেন্ট’ তাপস মিশ্র। তিন বার তলবের পরও ইডি দফতরে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র। এবার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর।
নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির
নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির
advertisement

কে এই তাপস মিশ্র? 

ইডি সূত্রে দাবি, তাপস মণ্ডলের অফিস কর্মী এই তাপস মিশ্র। কাঁথির বাসিন্দা। তাপস মণ্ডলের এজেন্ট হিসেবে কাজ করতেন এই তাপস মিশ্র।

কেন ইডির নজরে? 

সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতির অনেক তথ্য জানেন এই তাপস মিশ্র । তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সময় গোপাল দলপতি ও তাপস মিশ্রর নাম প্রকাশ্যে আসে।

advertisement

আরও পড়ুন- শনি গোচর! এই পাঁচ রাশির জীবনে চলতে পারে তাণ্ডব, ২০২৫ সাল পর্যন্ত ফল ভুগতে হতে পারে!

সূত্রের খবর, তাপস মিশ্র তার জেলার একাধিক চাকরিপ্রার্থীর হয়ে প্রথমে সুপারিশ করেছিলেন তাপস মণ্ডলকে। পরবর্তী সময়ে তাপস মণ্ডল কুন্তল ঘোষের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাপস মিশ্রের। এমনকী, একটা সময় বেশ কয়েক মাসের বেশি সময় কুন্তলের অফিসে থাকতেন তাপস মিশ্র।

advertisement

ইডি সূত্রে দাবি, তাপস মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেন সম্পর্কে তথ্য জানতে চাইছে তদন্তকারী সংস্থা। কারণ তিনি যাদের হয়ে সুপারিশ করেছিলেন, তারা কাকে টাকা দিয়েছিলেন? সেই টাকায় কারা লাভবান হয়েছে জানা দরকার বলেই মনে করছে ইডি। তাই তাকে তলব করা হয়। তিনি হাজিরা এড়িয়েছেন বলে দাবি ইডির। তাই এবার আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির অন্দরে।

advertisement

আরও পড়ুন- ৫০ দিনে কলকাতাকে যা চিনেছি তা ৫০ বছরের সঞ্চয় হয়ে থাকবে, কলকাতা আমাকে আন্তরিক হতে শিখিয়েছে: ইয়ামি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তদন্তকারী সংস্থা মনে করছে, তাদের হাতে ধৃত কুন্তলের এজেন্ট মারফত আর্থিক লেনদেনের বিষয় হয়ে থাকতে পারে। এজেন্টরা চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে টাকা এনে কুন্তল বা অন্য কারও কাছে পৌঁছে দেওয়ার কাজ করে থাকতে পারেন। তাই তাপস মণ্ডলের পর যখন কুন্তলের হয়ে তাপস মিশ্র কাজ করছিলেন বলে জানা যাচ্ছে, তখন কার কার সাথে কুন্তলের হয়ে যোগাযোগ করেছিলেন তাপস মিশ্র জানতে চাইছে ইডি। একইসঙ্গে তাপস মিশ্র ও কুন্তলের ঘনিষ্ঠতা নিয়েও একাধিক জিজ্ঞাস্য রয়েছে ইডি কর্তাদের মনে।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল