এ দিন হঠাৎই এলাকায় রাজ্যের স্পেশ্যাল টাস্ক ফোর্সের ১৪ অধিকারিক এসে তল্লাশি শুরু করতেই গোটা এলাকা চাঞ্চল্য ছড়ায়। হকচকিয়ে যান আশপাশের বাসিন্দারা। প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে ওই আবাসনে। সেখানেই একটি ঘরে দেখতে পান খাটের উপর টানটান শুয়ে রয়েছে ছাগল। পার্শ্ববর্তী একটি ঘরের আলমারি থেকে উদ্ধার হয় প্রচুর মাদক।
advertisement
আরও পড়ুনঃ কিছুক্ষণেই জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, সর্বশেষ আপডেট দিল আবহাওয়া দফতর
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচ কেজি মাদক উদ্ধার হয়েছে ওই দম্পতির ফ্ল্যাট থেকে। তারমধ্যে সাড়ে তিন কেজি ব্রাউন সুগার ও দেড় কেজি হেরোইন-সহ আরও বেশ কিছু নিষিদ্ধ মাদক। উদ্ধার হওয়া মাদকের বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকারও বেশি। এ ছাড়াও আরেকটি ঘর থেকে উদ্ধার হয় প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ ও কিছু গয়না, যার কোনও সঠিক হিসেব দিতে পারেনি ওই দম্পতি। তল্লাশিতে উদ্ধার হওয়ার টাকা ও গহনা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুনঃ
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পার্কসার্কাসের একটি ঠিকানায় হানা দেয় তারা। সেখান থেকেই মোমিন খানের সল্টলেকের ঠিকানার হদিশ মেলে। ছাগল ব্যবসার আড়ালেই চলত নিষিদ্ধ মাদকের রমরমা ব্যবসা বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ওই দম্পতিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই মাদক ব্যবসার সঙ্গে আরও বড় কেউ জড়িত কিনা সে বিষয়েও তদন্ত চালাচ্ছে এসটিএফ।
Rudra Narayan Roy