মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা এলাকার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোলকপাড়ায়। স্থানীয় বাসিন্দা তথা মুরগি ব্যবসায়ী কিঙ্কর নাইয়া হোলির দিন বাড়িতে ক্যারাম খেলছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই রঞ্জিত অধিকারী, রাজু নস্কর, ভগীরথ অধিকারী-সহ জনা দশেক লাঠি সোটা নিয়ে তাঁর বাড়িতে আচমকাই হামলা চালায়। এবং ব্যাপক মারধর করে ওই ব্যবসায়ীকে। সেই মারধরের ফলে তাঁর ডান চোখ, পা এবং ডান হাতে বেশি আঘাত লেগেছে।
advertisement
আরও পড়ুন: পেশায় সিভিক ভলান্টিয়ার, কিন্তু রিমার জীবনের 'নেশা' অন্য! তারিফ করতেই হবে
আরও পড়ুন: উর্দিধারী ডাক্তার? বাস দুর্ঘটনার পর পুলিশ সুপারের কীর্তিতে হতবাক মালদহবাসী! দেখলে চমকে যাবেন
শুধু মারধর করাই নয়, তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে অভিযুক্তরা বলে অভিযোগ। হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁর বোলেরো গাড়ি ও একটি বুলেট ভেঙে দিয়ে যায়। এরপর পরিবারের লোকজন আক্রান্তকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে হামলার ঘটনাটি জানিয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
সুমন সাহা