ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমে ঘটনাস্থলে। পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে। স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার হওয়া যুবতী এলাকার বাসিন্দা নন। তবে প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান, কেউ বা কারা ওই যুবতীকে রাতের অন্ধকারে খুন করে ফেলে দিয়ে গেছে বারদ্রোন এলাকায়। যেহেতু একটু সন্ধ্যা নামলেই বারদ্রোন এলাকার এই রাস্তা ফাঁকা হয়ে যায় সেই সুযোগে দুষ্কৃতকারীরা খুন করার পর দেহ বারদ্রোন এলাকায় ফেলে যায় বলেই অনুমান।
advertisement
আরও পড়ুন- এক ফোনেই দুয়ারে হাজির অটো, মরণাপন্ন রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেন বাপি
আরও পড়ুন- নদী দূষণ রুখতে ডুবে যাওয়া বাংলাদেশী জাহাজ থেকে সরানো হচ্ছে ছাই
পুলিশ পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকালে পুকুরের মালিক মাছের খাবার দিতে পুকুর পাড়ে গিয়ে দেখেন জলাশয়ে এক যুবতীর দেহ ভাসছে। এর পরেই তিনি পুলিশকে খবর দেন।পুলিশের প্রাথমিক অনুমান, যুবতীর গলায় ওড়নার ফাঁস রয়েছে। তাকে শ্বাসরোধ করে খুন করার পর দেহ নির্জন জায়গায় পুকুরে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা।অন্যদিকে যুবতীর দেহ উদ্ধার করার পাশাপাশি পরিচয় শনাক্তকরণের জন্য তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।সাতসকালে এলাকায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আনিশ উদ্দিন মোল্লা






