TRENDING:

South 24 Paraganas News: অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার! ডায়মন্ড হারবারে জলাশয় ঘিরে চাঞ্চল্য

Last Updated:

সাতসকালে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায় । ঘটনাটি ডায়মন্ড হারবার থানার বারদ্রোন এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বারদ্রোন গ্রামের জলের টাঙ্কের কাছে একটি জলাশয়ে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ ভাসছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার: সাতসকালে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায় । ঘটনাটি ডায়মন্ড হারবার থানার বারদ্রোন এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বারদ্রোন গ্রামের জলের টাঙ্কের কাছে একটি জলাশয়ে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ ভাসছে। পরনে কালো প্যান্ট ও স্কিন কালারের পোশাক পরিহিত ওই যুবতী। গলায় একটি লাল রঙের ব্যাগ রয়েছে।
অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার! ডায়মন্ড হারবারে জলাশয় ঘিরে চাঞ্চল্য
অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার! ডায়মন্ড হারবারে জলাশয় ঘিরে চাঞ্চল্য
advertisement

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমে ঘটনাস্থলে। পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে। স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার হওয়া যুবতী এলাকার বাসিন্দা নন। তবে প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান, কেউ বা কারা ওই যুবতীকে রাতের অন্ধকারে খুন করে ফেলে দিয়ে গেছে বারদ্রোন এলাকায়। যেহেতু একটু সন্ধ্যা নামলেই বারদ্রোন এলাকার এই রাস্তা ফাঁকা হয়ে যায় সেই সুযোগে দুষ্কৃতকারীরা খুন করার পর দেহ বারদ্রোন এলাকায় ফেলে যায় বলেই অনুমান।

advertisement

আরও পড়ুন- এক ফোনেই দুয়ারে হাজির অটো, মরণাপন্ন রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেন বাপি

আরও পড়ুন- নদী দূষণ রুখতে ডুবে যাওয়া বাংলাদেশী জাহাজ থেকে সরানো হচ্ছে ছাই

পুলিশ পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকালে পুকুরের মালিক মাছের খাবার দিতে পুকুর পাড়ে গিয়ে দেখেন জলাশয়ে এক যুবতীর দেহ ভাসছে। এর পরেই তিনি পুলিশকে খবর দেন।পুলিশের প্রাথমিক অনুমান, যুবতীর গলায় ওড়নার ফাঁস রয়েছে। তাকে শ্বাসরোধ করে খুন করার পর দেহ নির্জন জায়গায় পুকুরে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা।অন্যদিকে যুবতীর দেহ উদ্ধার করার পাশাপাশি পরিচয় শনাক্তকরণের জন্য তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।সাতসকালে এলাকায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়সের ভারে নুইয়ে পড়া শরীরে নতুন বল! দুবরাজপুর বিধায়কের 'জনদরদি' উদ্যোগ, জানুন
আরও দেখুন

আনিশ উদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/ক্রাইম/
South 24 Paraganas News: অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার! ডায়মন্ড হারবারে জলাশয় ঘিরে চাঞ্চল্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল