প্রধাননগর থানার পুলিশ ও আইবি’র যৌথ অভিযানে শিলিগুড়িতে নকল মবিল তৈরির কারখানার খোঁজ মেলে শিলিগুড়িতে। সম্প্রতি শিলিগুড়ির বাজারে নকল লুব্রিকেন্ট বিক্রি হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। এরপরই প্রধাননগর থানা ও আইবির একটি দল অভিযানে নামে। খবর মেলে সমরনগর এলাকায় নকল মবিল তৈরির কারখানা রয়েছে।
আরও পড়ুনঃ সিপিআইএম নেত্রীর বাড়িতে বারে বারে চুরি! নেপথ্যে কারা? ধন্ধে পুলিশ
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতরে প্রচুর নামি সংস্থার বোতল, কোম্পানির লোগো ও স্টিকার উদ্ধার হয়েছে। এ ছাড়াও সেখান থেকে বেশ কয়েক লিটার নকল লুব্রিকেন্ট উদ্ধার হয়েছে ।
গোপন সূত্রে খবর এসেছিল, দীর্ঘদিন ধরেই সমরনগর এলাকায় নামি কোম্পানির জাল ইঞ্জিন ওয়েল বিক্রি হচ্ছে। অথচ সেই সংস্থার ইঞ্জিন ওয়েল বাজারে যোগান ছিল চাহিদার তুলনায় বেশি। প্রকৃত নামি কোম্পানির প্রস্তুতকারক সংস্থা ইঞ্জিন ওয়েলের বাজারে বিক্রি কম হওয়ায় সন্দেহ হয়। বুঝতে পারেন সংস্থার নামের মোড়কে নকল ইঞ্জিন ওয়েলে ছেয়ে গিয়েছে বাজার।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সমরনগর এলাকায় নকল ইঞ্জিন ওয়েল তৈরি করার ব্যবসা পেতে বসেছিল। খবর পেয়ে এদিন পুলিশ ও অভিযান চালায়। এ দিকে পুলিশের উপস্থিতি টের পেতেই সেখান থেকে পালিয়ে যায় কারখানার মালিক অশোক শিকদার। পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ।
অনির্বাণ রায়