কেতুগ্রাম থানার আমগোড়িয়া বাজারে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। বাজার করতে গিয়েছিলেন তিনি। পরিচিতদের সঙ্গে কথাও হচ্ছিল। সেই সময় খুব কাছ থেকে দুলাল শেখকে গুলি করা হয়। তাঁর মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এরপরেই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলাল শেখের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে।
advertisement
দুলাল শেখ বালির ব্যবসা করত। এলাকায় তৃণমূল দল করত। বালির ব্যবসায় শত্রুতায় এই খুন কিনা তা নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। সঠিক কি কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কেতুগ্রাম থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলাল শেখের বাড়ি কেতুগ্রামের রতনপুর পীরতলা এলাকায়। তিনি তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী। তাঁর বালির ব্যবসা আছে। সেই সঙ্গে তিনি ঠিকাদারিও করতেন। এদিন সকালের দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কেতুগ্রামের আমগড়িয়ার কাছে একটা বাজারের চায়ের দোকানে বসে চা খেতে খেতে গল্পগুজব করছিলেন ।সেই সময় কেউ বা কারা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে এই খুনের ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীরা দলে কতজন ছিল এক না একাধিক, তারা কিসে এসেছিল, কোনদিকে যায় সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করতেওই এলাকায় ঢোকা বেরনোর বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।