TRENDING:

Tiljala Murder: প্রতিবেশী যুবকের ফ্ল্যাটে বস্তায় ভরা নিখোঁজ বালিকার দেহ! শিউরে উঠল তিলজলা

Last Updated:

আদতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা ৩২ বছর বয়সি অলোক কুমার নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাড়ি থেকে ময়লা ফেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বছর সাতের বালিকা। মেয়ে বাড়িতে ফিরে না আসায় খোঁজ শুরু করে পরিবার। পুলিশে অভিযোগও জানানো হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও অবশ্য ওই বালিকার খোঁজ মেলেনি৷ শেষ পর্যন্ত শিশুটি যে আবাসনে থাকত, সেখানকার একটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হল বালিকার বস্তাবন্দি দেহ৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

নৃশংস এই হত্যাকাণ্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কলকাতার তিলজলা এলাকায়৷ ওই শিশুটির গলা কেটে খুন করা হয়েছে বলে সূত্রের খবর৷ ঘটনায় মূল অভিযুক্তি অলোক কুমার নাম ৩২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও কেন ওই বালিকাকে অলোক খুন করল, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার কথা জানাজানি হতেই ওই আবাসনের অন্যান্য বাসিন্দা এবং এলাকার মানুষ তিলজলা থানার বাইরে বিক্ষোভ দেখায়৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: জন্মের কয়েক ঘণ্টা পরই হাসপাতাল থেকে উধাও শিশু, খোঁজ মিলল সুদূর বোকারোতে! চাঞ্চল্যকর ঘটনা

পুলিশ জানিয়েছে, তিলজলার শ্রীধর রায় রোডের একটি আবাসনে বাবা-মায়ের সঙ্গে থাকত বছর সাতেকের ওই বালিকা৷ এ দিন বেলা বারোটা নাগাদ মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে তিলজলা থানায় এসে অভিযোগ জানায় বালিকার বাবা-মা৷ এর পরেই শিশুটির খোঁজ শুরু করে পুলিশ৷ ওই আবাসনে মোট ৩২টি ছোট ছোট ফ্ল্যাট রয়েছে৷ পুলিশ জানিয়েছে, আশেপাশের এলাকায় খোঁজ করার পাশাপাশি ওই আবাসনের অন্যান্য ফ্ল্যাটগুলিতে ঢুকে শুরু হয় তল্লাশি৷

advertisement

আরও পড়ুন: ছিঃ! দুই নাবালিকাকে শারীরিক নির্যাতনে অভিযুক্ত দাদু! লজ্জায় মাথা হেঁট

তল্লাশি চলাকালীনই আবাসনের তিন তলার বাসিন্দা অলোক কুমারের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ৷ ফ্ল্যাটের ভিতরে একটি বস্তা দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের৷ সেই বস্তা খুলতেই ভিতর থেকে বালিকার গলাকাটা দেহ উদ্ধার হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
৫৫০ বছর পার করে আজও অটুট! মালদহের 'এই' ব্রিজ বাংলার গর্ব, ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

বালিকার দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ আদতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা ৩২ বছর বয়সি অলোক কুমার নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷ কেন সে ওই বালিকাকে খুন করল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের জন্যও পুলিশ অপেক্ষা করছে৷ নিছক কোনও প্রতিহিংসা, নাকি শিশুটির উপরে যৌন নির্যাতন করে তাকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Tiljala Murder: প্রতিবেশী যুবকের ফ্ল্যাটে বস্তায় ভরা নিখোঁজ বালিকার দেহ! শিউরে উঠল তিলজলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল