TRENDING:

Online fraud: গুগলে কাস্টমার কেয়ার নম্বর খুঁজছেন? সাবধান, প্রতারকরা মারাত্মক ফাঁদ পেতে রেখেছে

Last Updated:

এই সমস্ত ভুয়ো নম্বরে ফোন করলে প্রতারকরা এমন ভাবে কথা বলবে যে মনে হবে আসলে নামী কোনও সংস্থার এজেন্টরাই কথা বলছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যে কোনও মুহূর্তেই সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি৷ চোখের নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ অনেক ক্ষেত্রে অবশ্য এই প্রতারণার খপ্পরে পড়ার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি৷ বলা ভাল, প্রতারকদের প্রায় নিমন্ত্রণ করে নিজেদের ব্যক্তিগত তথ্য দিয়ে ফেলি আমরা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আর এই কাজটা করার জন্য এখন গুগলের সাহায্য নিচ্ছে প্রতারকরা৷ গুগলে অনেকেই ব্যাঙ্ক সহ নানা পরিষেবা প্রদানকারী সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খোঁজেন৷ আর তা করতে গিয়েই প্রতারকদের পাল্লায় পড়ছেন তাঁরা৷ এমন বেশ কয়েকটি প্রতারণার ঘটনা সাম্প্রতিককালে সামনে এসেছে৷ তাই অনলাইনে কাস্টমার কেয়ার নম্বর খোঁজার আগে আরও সতর্ক হওয়া প্রয়োজন৷

আরও পড়ুন: এত বুদ্ধি! ঝাড়গ্রামের যুবক যেভাবে বিপুল টাকা হাতিয়েছেন, শুনলে ভিড়মি খাবেন নিশ্চিত

advertisement

সাইবার অপরাধীরা বিভিন্ন নামী সংস্থার ভুয়ো ওয়েবসাইট তৈরি করে রাখছে৷ স্বভাবতই সেখানে দেওয়া নম্বরও ভুয়ো৷ মানুষ ওই সমস্ত সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খঁজতে গিয়ে এই নম্বরগুলি পেয়ে ফোন করলেই প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকরা৷ প্রতারকরা এমন কারসাজি করে রাখছে যে কেউ কোনও সংস্থার কাস্টমার কেয়ার বা হেল্পলাইন নম্বর খুঁজলে প্রথমে এই ভুয়ো ওয়েবসাইটে দেওয়া নম্বরই প্রথমে দেখাবে গুগল৷

advertisement

এই সমস্ত ভুয়ো নম্বরে ফোন করলে প্রতারকরা এমন ভাবে কথা বলবে যে মনে হবে আসলে নামী কোনও সংস্থার এজেন্টরাই কথা বলছে৷ ফলে সহজেই সাধারণ মানুষের আস্থা অর্জন করে নেয়৷ অনেকেই ভরসা করে এই প্রতারকদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওটিপি এবং কেওয়াইসি-র মতো ব্যক্তিগত তথ্য দিয়ে দেয়৷ আর তার পরেই হয় সর্বনাশ৷

advertisement

এক নজরে দেখে নিন অনলাইন প্রতারণা থেকে বাঁচার উপায়-

১. অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হোন৷ কোনও অজানা লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হোন৷

২. গুগলে কাস্টমার কেয়ার নম্বর খোঁজার বদলে সংশ্লিষ্ট সংস্থার কোনও বুকলেট, লিফলেট অথবা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বর খোঁজার চেষ্টা করুন৷

৩. ব্যাঙ্কের ক্ষেত্রে পাস বই, চেক বই অথবা ডেবিট-ক্রেডিট কার্ডের পিছনে লেখা হেল্পলাইন নম্বর ব্যবহার করুন৷

advertisement

আরও পড়ুন: ট্রেনের মধ্যেই পর পর গুলির শব্দ, আঁতকে উঠলেন যাত্রীরা! এনজেপি স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড

৪. খেয়াল রাখুন, কোনও ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআরএল-এর আগে ইংরেজিতে https লেখা আছে কি না৷ সেক্ষেত্রে এই ওয়েবসাইটগুিল তুলনামূলক নিরাপদ বলে ধরে নেওয়া যায়৷

৫. ক্যাশ ব্যাক, ইন্টারেস্ট অথবা ডিসকাউন্টের টোপ দিয়ে ফোন নম্বর, অ্যাকাউন্ট নম্বর বা আধার নম্বর চায়, এমন কোনও পোর্টাল বা মোবাইল অ্যাপগুলিকে এড়িয়ে চলুন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

৬. যদি আপনার মনে হয় কোনও ট্র্যানজ্যাকশন আপনি করেননি, তাহলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম হেলপলাইন নম্বর ১৯৩০-তে যোগাযোগ করুন৷ অথবা cybercrime.gov.in -এ অভিযোগ জানাতে পারেন৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Online fraud: গুগলে কাস্টমার কেয়ার নম্বর খুঁজছেন? সাবধান, প্রতারকরা মারাত্মক ফাঁদ পেতে রেখেছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল