TRENDING:

SDM Jyoti Maurya Case: জ্যোতি মৌর্যের পরে এবার ভাইরাল ‘প্রেমিক’ মনীশের বিয়ের ছবিও! বিতর্কে ঘি ঢাললেন লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর

Last Updated:

অলোক মৌর্যের অভিযোগ, জ্যোতির সঙ্গে যে অফিসারের ঘনিষ্ঠতা বেড়ছে, তাঁর নাম মনীশ দুবে। তিনি হোমগার্ড কম্যান্ড্যান্ট পদে কর্মরত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরেলি: এত দিনে জ্যোতি মৌর্যের ঘটনার কথা প্রায় সকলেই জেনে গিয়েছেন। উত্তর প্রদেশের বরেলির এসডিএম জ্যোতি মৌর্যকে নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। তাঁর স্বামী অলোক মৌর্যের অভিযোগ, পিসিএস অফিসার হওয়ার পরেই পদ-ক্ষমতার জন্য চতুর্থ শ্রেণীর সরকারি কর্মী স্বামীকেই ভুলে গিয়েছেন তিনি।
জ্যোতি মৌর্যের পরে এবার ভাইরাল ‘প্রেমিক’ মনীশের বিয়ের ছবিও! বিতর্কে ঘি ঢাললেন লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর
জ্যোতি মৌর্যের পরে এবার ভাইরাল ‘প্রেমিক’ মনীশের বিয়ের ছবিও! বিতর্কে ঘি ঢাললেন লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর
advertisement

এমনকী অন্য অফিসারের সঙ্গে জড়িয়েছেন সম্পর্কে। এবার জ্যোতির সেই ‘প্রেমিক’ তথা ওই অফিসারের বিয়ের ছবি এবং সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- পাকিস্তানি বউদিকে দেখতে ভিড় বাড়ছে কেবলই, গ্রামবাসীরা বলছেন কোনও অসুবিধা হতে দেবেন না!

অলোক মৌর্যের অভিযোগ, জ্যোতির সঙ্গে যে অফিসারের ঘনিষ্ঠতা বেড়ছে, তাঁর নাম মনীশ দুবে। তিনি হোমগার্ড কম্যান্ড্যান্ট পদে কর্মরত। বিয়ের শংসাপত্র থেকে জানা যাচ্ছে যে, ২০২১ সালের ৫ অগাস্ট আলিগঞ্জ জেলার বাসিন্দা তনু পরাশরকে বিয়ে করেছিলেন মনীশ। লখনউয়ের আলিগঞ্জের আর্য সমাজ মন্দিরে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে যে, তনুর সিঁথিতে সিঁদুর দিচ্ছেন মনীশ। এমনকী তাঁদের বিয়ের আসরে অনেক অতিথিই উপস্থিত হয়েছিলেন, এমনটাও দেখা গিয়েছে।

advertisement

আরও পড়ুন– এক জন স্ত্রী তাঁর স্বামীকে দেহের কোন অংশ স্পর্শ করতে দেন না? ইউপিএসসি পরীক্ষার এই উত্তর জেনে নিন !

ফলে বর্তমানে মনীশ দুবেও জ্যোতির মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁকে নিয়ে সরব নেটিজেনরা। এমনকী এই প্রসঙ্গে মুখ খুলেছেন লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর। ‘ইউপি মে কা বা’ গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। নেহা বলেন যে, “সব সময় মেয়েরাই কেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন? তাই জ্যোতি মৌর্যকে নিয়ে প্রশ্ন তোলা হলে মনীশ দুবেকে নিয়েও প্রশ্ন তোলা উচিত! দোষী জ্যোতি হোন কিংবা অলোক মৌর্যই হোন, মিথ্যা দিয়ে শুরু হওয়া সম্পর্ক বেশিদিন টিকতে পারে না!”

advertisement

একই কথা বলেছিলেন জ্যোতির বাবাও। আসলে অলোকের অভিযোগের পাল্টা দিয়েছিলেন জ্যোতি। তাঁর দাবি, নিজের পেশার প্রসঙ্গে মিথ্যা বলেছিলেন অলোক। নিজেকে গ্রাম পঞ্চায়েত অফিসার বলে দাবি করলেও পরে জানা যায় যে, তিনি এক জন চতুর্থ শ্রেণীর সাফাইকর্মী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মা-ঠাকুমার হাতে তৈরি কলাইয়ের বড়ি আজও মেলে দুর্গাপুরে
আরও দেখুন

মেয়ের এই অভিযোগকে সমর্থন করে একই সুরে কথা বলেছিলেন জ্যোতির বাবা পরশনাথও। তিনিও জানান যে, অলোক কোন পদে চাকরি করেন, সেটা বিয়ের কার্ডেও ছাপানো হয়েছিল। সেই বিয়ের কার্ডই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
SDM Jyoti Maurya Case: জ্যোতি মৌর্যের পরে এবার ভাইরাল ‘প্রেমিক’ মনীশের বিয়ের ছবিও! বিতর্কে ঘি ঢাললেন লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল