পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার ভোর রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কালীবাড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে।
আরও পড়ুন: কত যাচ্ছে আজকের সোনার দাম? জানলে চমকে যাবেন আপনিও
advertisement
আরও পড়ুন: আপনার জন্যেও কি প্যান-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক? জেনে নিন এখানে
পুলিশ ধৃতদের কাজ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ ধারাল অস্ত্র সরঞ্জাম গুলি উদ্ধার করেছে।। ঘটনায় একটি নম্বরবিহীন ছোটো চার চাকা গাড়িকে আটক করে পুলিশ। ধৃতরা উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকার বাসিন্দা। সোমবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আর্জি জানানো হয়েছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশের তরফ থেকে।
চঞ্চল মোদক