সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিক, যাঁদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই বা তার আগের কোনও তারিখে, তাঁদের সবারই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত। আর এই সূক্ষ্ম হিসেবের মধ্যে দিয়েই ঘনিয়ে উঠছে নানা রকম বিভ্রান্তি। প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর শেষ দিন যত সামনে এগিয়ে আসছে, তত ধন্দ বাড়ছে নানা স্তরে।
এই যেমন, অনাবাসী ভারতীয়দের কথাই ধরা যাক! বিদেশে থিতু আমাদের কোনও আত্মীয়কে এই যে অনাবাসী বলা হচ্ছে, এর মধ্যেও কিন্তু রয়েছে একটা সরকারি অর্থনৈতিক হিসেব। আবার, প্যান কার্ডও স্পষ্টতই আমাদের সরকারি অর্থনৈতিক কাজের নথি। তাহলে নন-রেসিডেন্ট ইন্ডিয়ান বা এনআরআই বা অনাবাসী ভারতীয়দেরও কি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর প্রয়োজন আছে?এই যেমন, অনাবাসী ভারতীয়দের কথাই ধরা যাক! বিদেশে থিতু আমাদের কোনও আত্মীয়কে এই যে অনাবাসী বলা হচ্ছে, এর মধ্যেও কিন্তু রয়েছে একটা সরকারি অর্থনৈতিক হিসেব। আবার, প্যান কার্ডও স্পষ্টতই আমাদের সরকারি অর্থনৈতিক কাজের নথি। তাহলে নন-রেসিডেন্ট ইন্ডিয়ান বা এনআরআই বা অনাবাসী ভারতীয়দেরও কি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর প্রয়োজন আছে?
সবার আগে অনাবাসী ভারতীয় শব্দটি কোন সরকারি অর্থনৈতিক হিসেবে প্রযুক্ত, তা জেনে নেওয়া প্রয়োজন। একটি নির্দিষ্ট আর্থিক বছরে যিনি ১৮২ দিন দেশের বাইরে কাটিয়েছেন, তিনিই অনাবাসী ভারতীয়। পেশা বা বাণিজ্যসূত্রে যিনি দেশের বাইরে থাকেন, তিনিও অনাবাসী। একই সঙ্গে ভারতীয়ও, কেন না, দেশে তাঁর পরিবার রয়েছে, দেশের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি।