ধর্ষণের শিকার তিনি আগেই হয়েছিল৷ আদালতের দারস্থ হয়েছিলেন৷ চলছিল সেই ধর্ষণ মামলার শুনানি৷ সেই শুনানির জন্য যাওয়ার পথেই তার গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত৷ চিৎকার করতে থাকে তরুণী৷ সেই চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়৷ প্রথমে লখনউ, তারপর দিল্লিতে স্থানানতর করা হয় তাকে৷ জামিন পেয়েই ধর্ষিতাকে আক্রমণের ছক কষে অভিযুক্ত৷ এবং সেই মোতাবেক সাক্ষ লোপাট করতেই এভাবে ধর্ষিতার গায়ে আগুন ধরিয়ে দেয় সে৷ শেষশয্যাও অভিযুক্তদের উচিৎ শিক্ষা দিতে চেয়ে আর্জি জানিয়ে গিয়েছেন নির্যাতিতা৷
advertisement
আরও পড়ুন ‘‘দের আয়ে দুরুস্ত আয়ে...’’ হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মত জয়া বচ্চনের
হায়দরাবাদকাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ অভিযুক্তের৷ তাদের এভাবে হত্যা নিয়ে প্রশ্ন উঠেছে ঠিকই কিন্তু অনেকেই মনে করছেন যে অভিযুক্তদের উচিৎ শিক্ষা দেওয়া গিয়েছে৷ উন্নাওয়ের ঘটনায় অভিযুক্তদের কী সাজা হয় সেদিকে তাকিয়ে গোটা দেশ৷