‘‘দের আয়ে দুরুস্ত আয়ে...’’ হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মত জয়া বচ্চনের

Last Updated:
#নয়াদিল্লি: হায়দরাবাদে গণধর্ষণ-খুনে নিহত চার অভিযুক্তই। শুক্রবার ভোরবেলায় পুলিশের এনকাউন্টার। যেখানে নির্যাতিতার মরদেহ পোড়ায় অভিযুক্তরা সেখানেই তারা পুলিশের উপর চড়াও হয়। পাল্টা গুলিতে মৃত্যু হয় চার অভিযুক্তের।
সাবাশ তেলেঙ্গনা পুলিশ। হায়দরাবাদ এনকাউন্টারের পর বলিউড থেকে টলিউড-সবার মুখে একটাই কথা। সোশাল মিডিয়াতেও পুলিশের জয়গান। তারই মাঝে কেউ কেউ প্রশ্ন তুলছেন এনকাউন্টার নিয়ে। প্রশ্ন তুলছেন, নির্যাতিতা আদৌ বিচার পেলেন কিনা। হায়দরাবাদের ঘটনার পর রাজ্যসভায় অভিযুক্তদের নিয়ে সোচ্চার হয়েছিলেন জয়া বচ্চন ৷ সরাসরি বলেছিলেন, দোষীদের জনতার হাতে তুলে দেওয়া উচিৎ ৷ ‘‘আমার মনে হয় এখন সময় এসেছে ... নির্ভয়া হোক, কাঠুয়া হোক বা তেলেঙ্গনা, জনগণ চায় এই বিষয়ে সরকার একটি যথাযথ এবং সুনির্দিষ্ট জবাব দিক ৷ ধর্ষকদের জনসমক্ষে পিটিয়ে মারা উচিৎ ৷ ’’ ক্ষুব্ধ জয়া বচ্চনকে এই কথা বলতে শোনা যায় রাজ্যসভার অধিবেশনে ৷ জয়া বচ্চন এদিন অভিযুক্তদের এনকাউন্টার সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘‘দের আয়ে দুরুস্ত আয়ে।'' অর্থাৎ দেরিতে হলেও এটা ঘটল এটাই ভাল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘দের আয়ে দুরুস্ত আয়ে...’’ হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মত জয়া বচ্চনের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement