এরপরেই ওই সন্দেহভাজন গাড়িটিকে আটক করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িটির ভিতরে তল্লাশি করলে বেরিয়ে আসে বেশ কিছু বেআইনি অস্ত্র। গাড়ির মধ্যে থাকা তিনজন ব্যক্তিকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অনুযায়ী ধৃতদের নাম ইরশাদ মন্ডল বয়স ৩৭ বছর, সাধন মন্ডল বয়স ৪২ এবং শাহিন মন্ডল বয়স ১৮। ধৃতদের থেকে উদ্ধার করা হয় তিনটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি।
advertisement
আরও পড়ুন: ডিভোর্স দিতে রাজি না হওয়ায় গলায় ধারালো অস্ত্রের কোপ, ভয়ঙ্কর কাণ্ড রামপুরহাটে!
আরও পড়ুন: 'এই তালিবানরা আগের মতো নয়', কলকাতার মেলায় গল্প বলছেন আফগান ব্যবসায়ীরা
ইতিমধ্যেই ধৃত ওই তিন ব্যক্তিকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রানাঘাট আদালতে পাঠানো হয়েছে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে রানাঘাট জেলা পুলিশ।
প্রসঙ্গত, আর কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক বেআইনি অস্ত্র। নির্বাচনের আগে বিপুল পরিমাণে বেআইনি অস্ত্র উদ্ধার হওয়াকে কেন্দ্র করে উদ্বিগ্ন রয়েছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমজনতা।
মৈনাক দেবনাথ





