TRENDING:

টার্গেট গ্রামের যুবতীরা, সঙ্গী ছিল মা ও বোন, যুবকের কীর্তি জানলে চমকে উঠবেন

Last Updated:

তদন্তকারীরা জানিয়েছে, অমৃতসরের বিভিন্ন হোটেল লিজে নিত রাজ। তারপরেই মা এবং বোনকে দায়িত্ব দিত হোটেলগুলির চালানোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমৃতসর: বেশ কয়েকদিন আগেই খবর এসেছিল পুলিশের কাছে। সেই মতো পাতা হয়েছিল ফাঁদ। আর তাতেই বড়সড় সাফল্য পেল পুলিশ। অমৃতসরের একটি হোটেলে মধুচক্রের আসর চালানোর জন্য এক মহিলা-সহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অমৃতসরের সৈয়দপুর গ্রামের বাসিন্দা রাজ কানওয়াল নামে এক ব্যক্তি এই হোটেলটি লিজ নিয়েছিল।
advertisement

অভিযোগ, নিজের মা এবং বোনকে নিয়ে মধুচক্র চালাচ্ছিল ওই ব্যক্তি। অমৃতসরের আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে যুবতীদের ভুলিয়ে নিয়ে আসা হত এখানে। সেখানে তাঁদের দিয়ে মধুচক্র চালানো হত। গোপন সূত্রে সেই খবর যায় পুলিশের কাছে। পুলিশ তার পরে ওই হোটেলে হানা দেয়। সেখানেই আপত্তিকর অবস্থায় ৫ যুবতী এবং ৫ জন যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সেই সঙ্গে ওই রাজ কানওয়ালের বোনকেও গ্রেফতার করে পুলিশ।

advertisement

জানা গিয়েছে, ওই ৫ যুবতীকে দেহব্যবসার কাজে নামানো হয়েছিল। তাঁদের বয়ান রেকর্ড করে ছেড়ে দিয়েছে পুলিশ। যদিও রাজ কানওয়াল এবং তার মায়ের এখনও কোনও হদিশ পায়নি পুলিশ।

আরও পড়ুন, অজমেঢ় শরিফে চাদর চড়ালেন মমতা, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে তুমুল উৎসাহ রাজস্থানেও

তদন্তকারীরা জানিয়েছে, অমৃতসরের বিভিন্ন হোটেল লিজে নিত রাজ। তারপরেই মা এবং বোনকে দায়িত্ব দিত হোটেলগুলির চালানোর। তাদের সাহায্যেই মধুচক্রের আসর চালাত সে।

advertisement

আরও পড়ুন, লালুরই রক্ত, তবু জন্ম থেকে পদবী আচার্য! বাবাকে নতুন জীবন দিলেন মেজ কন্যা রোহিনী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তার বোনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান রাজ কানওয়াল আরও বেশ কিছু হোটেলে দেহব্যবসার আসর খুলেছে। আপাতত তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
টার্গেট গ্রামের যুবতীরা, সঙ্গী ছিল মা ও বোন, যুবকের কীর্তি জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল