পুলিশ সূত্রে খবর, ভুয়ো আয়কর দফতরের আধিকারিক সেজে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকা থেকে কার্তিক পাত্র নামে এক ব্যক্তির বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল কয়েকজন। গত ২০২২ সালের মার্চ মাসে ঘটনাটি ঘটেছিল। অবশেষে তদন্তে নেমে বেশ কয়েকমাস পর ঘটনার প্রধান পান্ডাকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করল ডেবরা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: নিজেদের যৌন জীবন নিয়ে সবচেয়ে বড় মিথ্যে দম্পতিরা কী বলেন? চাঞ্চল্যকর রিপোর্ট জানুন
আরও পড়ুন: শীতের সময় ফুসফুসের আলাদা যত্ন নিচ্ছেন তো? রুক্ষ আবহাওয়ায় বড় ক্ষতি হতে পারে!
ধৃতের নাম শরৎ পান্ডে। মধ্যপ্রদেশের রিওয়া জেলার গুড় থানার বাগমড়ার এলাকার ওই যুবককে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। ডেবরা থানার পি এস আই সৌমতেন্দু বেরার টিম মধ্যপ্রদেশে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। ইতিমধ্যে অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে। টি আই প্যারেড করা হবে ওই যুবকের।
দিগ্বিজয় মাহালি