সূত্রের খবর, জঙ্গি সন্দেহে ওই যুবককে ধরা হয়। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর পেট্রাপোল সীমান্তে ধরা পড়ে সে। বাংলাদেশের বাসিন্দা বছর ২৫-এর তারিকুল ইসলাম, ভারত থেকে ফিরছিল বাংলাদেশে। ১০ দিন আগে ভারতে এসেছিল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২১ সালে পরপর বেশ কয়েকবার ভারতে আসে এই যুবক। এদিন তার কাছ থেকে কিছু সন্দেহজনক কাগজপত্র উদ্ধার হওয়ার পরই সন্দেহ দানা বাঁধে অভিবাসন দফতরের দায়িত্বে থাকা আধিকারিকদের।
advertisement
আরও পড়ুন: পুলিশ লেখা গাড়িতেই হচ্ছিল পাচার! জলপাইগুড়িতে চাঞ্চল্যকর কাণ্ড
এরপরই, কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কি না এই যুবক, তা খতিয়ে দেখতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে দারস্থ হয় পুলিশ। সীমান্তে ইতিমধ্যেই বেড়েছে পাচার চক্র, পাশাপাশি নানা ভাবে জঙ্গি কার্যকলাপ বিস্তারের লক্ষ্যে ভারতে যাতায়াতের খবরও গোয়েন্দা সূত্রে উঠে এসেছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সীমান্ত সুরক্ষা আরও কড়াকড়ি করার হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: পুলিশ লেখা গাড়িতেই হচ্ছিল পাচার! জলপাইগুড়িতে চাঞ্চল্যকর কাণ্ড
গত কয়েক মাসে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সীমান্ত এলাকা থেকে। কী কারণে ওই যুবক ভারতে এসেছিলেন, কার কার সঙ্গে দেখা করেছেন বা এই যুবকের কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে এদিন বনগাঁ আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে জানান, তার কাছ থেকে উদ্ধার হয়েছে কিছু ম্যাপ, যা থেকে সন্দেহ করা হচ্ছে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকতে পারে যুবকের। গোটা ঘটনার তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।
রুদ্র নারায়ণ রায়