এমনকী এক পুলিশেরও সহযোগিতা পেয়েছিল সাহিল। খুন করার পর নিকির দেহ ধাবার ফ্রিজে রাখার বুদ্ধি দিয়েছিল সে। সেই পুলিশকেও জেরা করছেন তদন্তকারীরা। নিকিকে খুন করে দেহ ফ্রিজে ঢুকিয়ে সেদিনই অপর এক যুবতীকে বিয়ে করেছিল সাহিল। নিকি হত্যাকাণ্ডে নেমে তদন্তকারী অফিসারদের তরফে আরও দাবি, ২০২০ সালের অক্টোবর মাসে নয়ডার আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন নিকি যাদব এবং সাহিল গেহলোট।
advertisement
আরও পড়ুন: ভাইয়ের গাড়িতে নিকির মৃতদেহ পাশে বসিয়ে ৪০ কিমি চালায় সাহিল, জেরায় চাঞ্চল্যকর তথ্য
গত ভ্যালেন্টাইন্স ডে-এর দিন খুনের দায়ে গ্রেফতার হয় সাহিল গেহলোট। এই মামলাতেই এবার পরপর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, সাহিল ও নিকি লিভইন পার্টনার ছিল। তবে এখন পুলিশ বলছে যে তারা বিবাহিত ছিল। এদিকে তা সত্ত্বেও অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হন সাহিল। যা নিয়ে এই গোটা বিবাদের সূত্রপাত বলে একপ্রকার নিশ্চিত পুলিশ।
আরও পড়ুন: করোনা অতিমারির পর দেশে ক্যান্সার বেড়েছে, দাবি যোগগুরু রামদেবের
পুলিশের দাবি, নিকির মৃতদেহ পাশে বসিয়ে প্রায় ৪০ কিলোমিটার গাড়ি চালায় সাহিল। পরে ধাবার ফ্রিজে প্রেমিকার দেহ রেখে দিয়ে আসে সাহিল। প্রেমিকাকে খুন করার কয়েক ঘণ্টা পরই হাসি মুখে অন্য মেয়েকে বিয়ে করে সাহিল। পুলিশের তরফে জানানো হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি, যেদিন নিকিকে খুন করে সাহিল, সেই দিনই তাঁর অন্য এক যুবতীর সঙ্গে বাগদান হয়। বিয়ে করা নিয়েই নিকি ও সাহিলের মধ্যে তুমুল অশান্তি হয়েছিল।