TRENDING:

Medicine Shop Theft Case: ওষুধের দোকানেও চুরি? কী নিয়ে পালাল চোরেরা, ভাবতে পারবেন না!

Last Updated:

Medicine Shop Theft Case: বালুরঘাট জেলা হাসপাতালের মূল গেট লাগোয়া একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট জেলা হাসপাতালের মূল গেট লাগোয়া একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি। ঘটনা নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, ওই দোকানের অ্যাসবেস্টারের ছাদ ভেঙে দোকান থেকে নগদ ১০ হাজার টাকা ও প্রোটিন ভিটামিন যুক্ত খাদ্য ও নানা নামী দামি ক্রিম চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা।
এই দোকানে চুরি হয়
এই দোকানে চুরি হয়
advertisement

বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই চুরি হয়েছে নজরে আসে দোকান মালিকের। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, দোকানে সিসিটিভি থাকলেও রাতে তা বন্ধ করে রাখা হত।

আরও পড়ুন: অটিজম কেড়েছে কথা, তবে সুরেলা কার্তিককে থামায় কে? সা রে গা মা পা-এর মঞ্চে ‘মিরাকেল’ দেখুন

advertisement

আরও পড়ুন: বাবা হলেন সুনীল ছেত্রী, ক্যাপ্টেনের জীবনে নতুন জার্নি! দাদু সুব্রতর ঘরে খুশির হাওয়া

পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান মালিক। সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।এ বিষয়ে দোকান মালিক সুদীপ মজুমদার বলেন, “দোকানের উপরের ছাউনি ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে৷ দোকান থেকে নগদ টাকা-সহ অন্যান্য নামী দামি প্রোটিন ও ভিটামিন জাতীয় খাবারের প্যাকেট ও ক্রিম চুরি গিয়েছে। সব মিলিয়ে প্রায় ২০-২২ হাজার টাকা চুরি হয়েছে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।” যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Medicine Shop Theft Case: ওষুধের দোকানেও চুরি? কী নিয়ে পালাল চোরেরা, ভাবতে পারবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল