TRENDING:

Accident Death: হরিয়ানায় বেপরোয়া গতিতে বিয়েবাড়ির ৫ অতিথিকে পিষে দিল গাড়ি, মৃত ২!

Last Updated:

ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা। আরেক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয় (Accident Death)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: হরিয়ানার কর্নালে ভয়াবহ দুর্ঘটনা (Accident Death)। এক মহিলা-সহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে গাড়ির চাকায় পিষে গিয়ে। হরিয়ানা পুলিশ সূত্রে খবর, রবিবার একটি বিয়ের রিসেপশনে গাড়ি নিয়ে ঢুকে পড়ে ঘাতক। তাকে বার বার বলা হয়েছিল, অনুষ্ঠানের স্থলে গাড়ি সাবধানে চালাতে। কিন্তু গাড়ি নিয়েই রিসেপশনের অনুষ্ঠানে ৫ জনকে পিষে দেয় ওই চালক (Accident Death)। সেখানে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কর্নালের নিলোখেরি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা। আরেক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয় (Accident Death)।
 হরিয়ানায় বেপরোয়া গতিতে বিয়েবাড়ির ৫ অতিথিকে পিষে দিল গাড়ি, মৃত ২!
হরিয়ানায় বেপরোয়া গতিতে বিয়েবাড়ির ৫ অতিথিকে পিষে দিল গাড়ি, মৃত ২!
advertisement

মৃত মহিলার পরিবারের দাবি, ওই এলাকায় ঘাতক চালক বরাবরই অত্যন্ত গতিতে গাড়ি চালায়। রবিবার সেখানে বিয়ের রিসেপশনের অনুষ্ঠান চলছিল। তাকে আগেই সাবধান করা হয়েছিল, ওই এলাকায় গাড়ি ধীরে চালাতে। কারণ, অনুষ্ঠানে বহু মানুষ রয়েছেন, শিশুরাও রয়েছে। অভিযোগ, সে কথা শুনেই রেগে যায় ঘাতক চালক। পরিবারের দাবি, ইচ্ছে করেই জোরে গাড়ি চালিয়ে পাঁচজনকে পিষে দেয় ওই ব্যক্তি।

advertisement

মৃতের পরিবারের এক সদস্য বিজয় কুমারের বক্তব্য, 'আমরা ওকে এদিন খুব সাবধানে গাড়ি চালাতে বলেছিলাম। কিন্তু ওর বাবা বলে ও যেভাবে খুশি গাড়ি চালাবে। তাই পিছন দিকে গাড়ি চালিয়ে পিেষ দেওয়া হয় ৫ জনকে।' ওই এলাকার বাসিন্দা রিনু অভিযুক্ত অজয়কে চিহ্নিত করেছেন। তার বিরুদ্ধে বরাবরই অত্যন্ত জোরে গাড়ি চালানোর অভিযোগ করেন তিনি। বিয়েবাড়ির অতিথিরা বাইরে দাঁড়িয়ে থাকার সময়ই গাড়ি নিয়ে জোরে যায় অজয়। তার পরে গাড়ি পিছনে চালিয়ে পিষে দেয় বলে অভিযোগ।

advertisement

পুলিশের দাবি, একটি খুনের মামলা রুজু করা হয়েছে অজয় ও তার বাবার বিরুদ্ধে। দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ একটি দল গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

আরও পড়ুন: একে পুজো-সামনেই ভোট, রক্তাক্ত হল দিনহাটা! ২ জনের মৃত্যু হল যেভাবে...

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Accident Death: হরিয়ানায় বেপরোয়া গতিতে বিয়েবাড়ির ৫ অতিথিকে পিষে দিল গাড়ি, মৃত ২!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল