মৃত মহিলার পরিবারের দাবি, ওই এলাকায় ঘাতক চালক বরাবরই অত্যন্ত গতিতে গাড়ি চালায়। রবিবার সেখানে বিয়ের রিসেপশনের অনুষ্ঠান চলছিল। তাকে আগেই সাবধান করা হয়েছিল, ওই এলাকায় গাড়ি ধীরে চালাতে। কারণ, অনুষ্ঠানে বহু মানুষ রয়েছেন, শিশুরাও রয়েছে। অভিযোগ, সে কথা শুনেই রেগে যায় ঘাতক চালক। পরিবারের দাবি, ইচ্ছে করেই জোরে গাড়ি চালিয়ে পাঁচজনকে পিষে দেয় ওই ব্যক্তি।
advertisement
মৃতের পরিবারের এক সদস্য বিজয় কুমারের বক্তব্য, 'আমরা ওকে এদিন খুব সাবধানে গাড়ি চালাতে বলেছিলাম। কিন্তু ওর বাবা বলে ও যেভাবে খুশি গাড়ি চালাবে। তাই পিছন দিকে গাড়ি চালিয়ে পিেষ দেওয়া হয় ৫ জনকে।' ওই এলাকার বাসিন্দা রিনু অভিযুক্ত অজয়কে চিহ্নিত করেছেন। তার বিরুদ্ধে বরাবরই অত্যন্ত জোরে গাড়ি চালানোর অভিযোগ করেন তিনি। বিয়েবাড়ির অতিথিরা বাইরে দাঁড়িয়ে থাকার সময়ই গাড়ি নিয়ে জোরে যায় অজয়। তার পরে গাড়ি পিছনে চালিয়ে পিষে দেয় বলে অভিযোগ।
পুলিশের দাবি, একটি খুনের মামলা রুজু করা হয়েছে অজয় ও তার বাবার বিরুদ্ধে। দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ একটি দল গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
আরও পড়ুন: একে পুজো-সামনেই ভোট, রক্তাক্ত হল দিনহাটা! ২ জনের মৃত্যু হল যেভাবে...