TMC: একে পুজো-সামনেই ভোট, রক্তাক্ত হল দিনহাটা! ২ জনের মৃত্যু হল যেভাবে...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
TMC: রবিবার রাতের গুলিবিদ্ধ হয়ে দু’জন তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটায়।
#দিনহাটা: সামনেই উপনির্বাচন। তার আগেই শাসক দলের অন্দরে প্রবল গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল। আর তাতে প্রাণ হারাল ২ জন। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার দিনহাটা। রবিবার রাতের গুলিবিদ্ধ হয়ে দু’জন তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন।
রবিবার রাত দশটা নাগাদ দিনহাটা থানার গিতালদহে এই মারাত্মক ঘটনা ঘটেছে। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম দু'জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিদের নাম মান্নান হক এবং মুজাফফর হুসেন। আহত আরও পাঁচজন ভর্তি রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় গুরুতর আহতরা হলেন দুলাল মিঞা, মিন্টু হক, দিলদার হুসেন, আবাইদুল হক এবং জাহাঙ্গির আলম।
advertisement
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া এবং ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের অনুগামীদের মধ্যে বিরোধ চলছিল। এরপর গতকাল রাতে এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হঠাৎই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অবশ্য বিজেপির মদতপুষ্টদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আবার তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় বর্মন বলেন, ‘গোষ্ঠী কোন্দলের অভিযোগ ভিত্তিহীন। জমি নিয়ে পারিবারিক গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।' ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
advertisement
advertisement
এদিকে এই সংঘর্ষ প্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানান, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সংলগ্ন মরাকুঠি গ্রামে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। স্থানীয় বিষয় নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই গুলি চলেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, সংঘর্ষে জাহাঙ্গির আলম নামক একজনের হাতও কাটা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2021 11:56 AM IST