TRENDING:

Crime News: ভাত রান্না না করায় চরম পরিণতি! স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করল স্বামী, ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে

Last Updated:

ওড়িশার সম্বলপুর হাড় হিম করা ঘটনা। স্ত্রী ভাত রান্না না করায় তাকে নৃশংস ভাবে হত্যা করল স্বামী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্বলপুর: ওড়িশার সম্বলপুর হাড় হিম করা ঘটনা। স্ত্রী ভাত রান্না না করায় তাকে নৃশংস ভাবে হত্যা করল স্বামী।  অভিযুক্তের নাম সনাতন ধারুয়া (৪০) এবং মৃত স্ত্রীয়ের নাম পুষ্প(৩৫) ধারুয়া বলে জানা গিয়েছে।
ভাত রান্না না করায় চরম পরিণতি! স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করল স্বামী
ভাত রান্না না করায় চরম পরিণতি! স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করল স্বামী
advertisement

রবিবার রাতে জামনকিরা থানার নুয়াধী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত সনাতন ও তার স্ত্রীয়ের পুষ্প ধারুয়ার ২ সন্তান রয়েছে। সোমবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: দশ বছরের পুরনো শত্রুতার ভয়ঙ্কর প্রতিশোধ! ভোপালে যা ঘটল, পড়ে রইল সারি সারি লাশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অভিযুক্ত সনাতন বাড়িতে এসে দেখেন, তার স্ত্রী ভাত নয় শুধু সবজি রান্না করেছে। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। বিতর্ক এতটাই বেড়ে যায় যে সনাতন রাগে মেজাজ হারিয়ে তার স্ত্রীকে হত্যা করে।

advertisement

দুর্ভাগ্যবশত তার দুই সন্তানই বাড়িতে ছিল না এমনটাই জানিয়েছে পুলিশ

নিহত মহিলার ছেলে বাড়ি ফিরলে বিষয়টি জানাজানি হয়। মাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন ছেলে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: দশ বছরের পুরনো শত্রুতার ভয়ঙ্কর প্রতিশোধ! ভোপালে যা ঘটল, পড়ে রইল সারি সারি লাশ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হস্তশিল্পকে সমৃদ্ধ করতে বিরাট প্রচেষ্টা... কাশি ঘাস ও খেজুর পাতা দিয়েই দারুণ জিনিস
আরও দেখুন

২০২২ সালে, নারীদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার ৬৯০০ টিরও বেশি মামলা নথিভুক্ত করা হয়। কোভিড -১৯ মহামারীর পরে ভারতে গার্হস্থ্য হিংসার মামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ভাত রান্না না করায় চরম পরিণতি! স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করল স্বামী, ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল