TRENDING:

Crime News: মেয়েদের গলা নকল করে ফেসবুক প্রেমিকার টোপ, ফাঁদে পা দিলেন দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী! তার পরেই সর্বনাশ

Last Updated:

'সুস্মিতা সুস্মিতা' নামে ওই প্রোফাইলটি খোলে সে৷ ওই অক্যাউন্ট থেকে দাসপুরের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী এক যুবকের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকে প্রতারণা নতুন কিছু নয়। সাইবার অপরাধ নিয়ে পুলিশ, বিশেষজ্ঞরা বার বার সাবধানবাণী শোনালেও কিছু মানুষ যেমন সতর্ক হননি, সেরকমই প্রতারকদের গতিবিধিতেও সম্পূর্ণ লাগাম টানা যায়নি। এবার মহিলা সেজে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে গ্রেফতার করা হল এক যুবককে।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায়। জানা গিয়েছে, চন্দ্রকোণা থানা এলাকার কদমতলা এলাকার বাসিন্দা শঙ্খ মণ্ডল নামে এক যুকব পেশায় বিউটিশিয়ান। একজন মহিলার নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত।

আরও পড়ুন: অনলাইন ডিসকাউন্টের মেসেজ পেয়েছেন? সাবধান! সেকেন্ডের মধ্যে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

advertisement

'সুস্মিতা সুস্মিতা' নামে ওই প্রোফাইলটি খোলে সে৷ ওই অক্যাউন্ট থেকে দাসপুরের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী এক যুবকের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত৷ ফেসবুকের মাধ্যমেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে প্রথমে মেসেজ করে সে৷ এর পর মোবাইল নম্বর আদান প্রদান হয়। মেয়েদের গলা নকল করে ওই ব্যবসায়ীর সঙ্গে কথাও বলতে শুরু করেন প্রতারক যুবক৷ সুযোগ বুঝে প্রেমের ফাঁদ পাতে অভিযুক্ত। সেই ফাঁদে পা দেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তৈরি হয় মিথ্যে প্রেমের সম্পর্ক।

advertisement

আরও পড়ুন: চ্যাট করেন, ফেসবুকের মেসেঞ্জারে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন, বদলে যাচ্ছে কী কী?

এর পরেই প্রতারক শঙ্খ মণ্ডল ওই স্বর্ণ ব্যবসায়ীকে জানায়, তার শরীর খারাপ। প্রেমিকার শরীর খারাপ জানতে পেরে চিকিৎসার জন্য ৯০ হাজার টাকা দিয়ে দেন ওই যুবক। টাকা হাতিয়ে নেওয়ার পরই আর নিজের প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে পারেননি ওই স্বর্ণ ব্যবসায়ী। তখনই তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খোঁজ খবর করে শঙ্খ মণ্ডলের কথা জানতে পারেন তিনি৷ শঙ্খ অবশ্য দাবি করে, তার বোন ওই টাকা নিয়েছে৷ যদিও শঙ্খর কোনও বোন নেই বলে জানতে পারেন ওই ব্যবসায়ী৷ এর পরেই দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ সেই অভিযোগের ভিত্তিতেই প্রতারক শঙ্খ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: মেয়েদের গলা নকল করে ফেসবুক প্রেমিকার টোপ, ফাঁদে পা দিলেন দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী! তার পরেই সর্বনাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল