পুলিশ সূত্রে খবর, রাতে একবার স্ত্রীয়ের সঙ্গে যৌনমিলনের লিপ্ত হন ওই যুবক। এর পর রাতে ফের একবার তার সঙ্গমের ইচ্ছে হয়। কিন্তু সেই সময় রাজি হননি স্ত্রী। তার পরই রাগে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে স্বামী। একটি ভিডিও বার্তায় নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত স্বামী।
আরও পড়ুন: ডিসেম্বরের শীতলতম দিন আজ, তবে কাল থেকেই আবহাওয়ার বিপুল বদলের পূর্বাভাস হাওয়া অফিসের!
advertisement
পুলিশ জানিয়েছে, স্ত্রীকে খুন করার পর প্রায় ৫০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে দেহ ফেলে আসে সে। নিজেই পুলিশের কাছে স্ত্রীর নিখোঁজের ডায়েরিও করে সে। গত মঙ্গলবার এই অভিযোগ দায়ের করে অভিযুক্ত স্বামী। ঘটনার তদন্তে নেমে স্ত্রীয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: লোকাল ট্রেনে দুর্ঘটনার জের, মোবাইল ফোন ব্যবহারে বিরাট কড়াকড়ি লোকো পাইলট ও সহকারীদের!
এর পরই পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু হয়। বারংবার প্রশ্নের মুখে ভেঙে পড়ে নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত। ৯ বছরের দাম্পত্য ছিল তাদের। নিজেদের বেকারির ব্যবসা রয়েছে। তিন সন্তানের বাবা ও মা ছিলেন তারা। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।
