TRENDING:

সাইবার অপরাধের মক্কা জামতাড়া, পুলিশের জালে জামতাড়া গ্যাং-এর ৫

Last Updated:

কলকাতা পুলিশের সাফল্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গয়া: বিহারের গয়া গ্যাংয়ের পরে ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং। গোয়েন্দাদের ঘুম ছুটিয়েছে। কলকাতায় অনলাইন প্রতারণার অভিযোগে এই জামতাড়া গ্যাংয়েরই পাঁচজন পুলিশের জালে।
advertisement

কলকাতা পুলিশের জালে জামতাড়া গ্যাং-এর ৫৷ এটিএমে জালিয়াতিতে একসময় দেশজুড়ে শোরগোল ফেলে দেয় বিহারের গয়া গ্যাং। আর এবার অনলাইনে প্রতারণার জাল ছড়িয়ে দেশ জুড়ে ত্রাস ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং। কলকাতায় অনলাইন প্রতারণার অভিযোগে সেই গ্যাংয়েরই পাঁচজন পুলিশের জালে। জামতাড়া গ্যাংয়ের এমনই দৌরাত্ম্য যে ২০১৫ থেকে ২০১৭, এই ২ বছরে জামতাড়ায় তদন্তে যেতে হয় ১২ রাজ্যের পুলিশকে৷

advertisement

সাইবার অপরাধীদের মক্কা এখন জামতাড়া। প্রায় শিল্পের পর্যায়ের পৌঁছেছে জামাতাড়া মডেল। এতই তার কুখ্যাতি যে জামতাড়া নিয়ে ওয়েব সিরিজও তৈরি হয়েছে।জামতাড়ায় অনলাইনে প্রতারণা কুটির শিল্পে পরিণত হয়েছে৷

সাধারণ মানুষের পকেট সাফ করতে নতুন নতুন কৌশল বের করছে জামতাড়া গ্যাং। তাদের সেই সব কারসাজিেত গোয়েন্দারা নাস্তানাবুদ। কী ভাবে চলছে এই অনলাইন প্রতারণা? টাকা ফেরত পেতে বা অন্য কোনও কারণে অনেকেই অনলাইন সংস্থার কাস্টমার কেয়ার নম্বর গুগলে সার্চ করেন।

advertisement

আরও পড়ুন - বাইক র‍্যালিতে ভূমিপুত্র ছত্রধরকে বরণ করল লালগড়, মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রশংসায় ছত্রধর মাহাত

তখনই কাস্টমার কেয়ারের ভুয়ো কিছু নম্বর সামনে আসে। সেখানেই প্রতারণার ফাঁদ পাতা। ওপার থেকে ফোনে গ্রাহককে আশ্বাস দেওয়া হয়,টাকা ফেরত পাবেন। আপনার ফোনে লিংক পাঠানো হল। লিংকে ক্লিক করে anydesk অথবা teamviewer app ডাউনলোড করুন। ভেরিফিকেশন ফি বাবদ Gpay দিয়ে ১০ টাকা পাঠান ৷

advertisement

Gpay দিয়ে ১০ টাকা পাঠালেই গ্রাহকের বিপদ, রিমোট অ্যাকসেস পদ্ধতিতে Gpay-এর mpin ফাঁস হয়ে যায় গ্রাহকের সেই গোপন তথ্য হাতিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দেয় প্রতারকরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়া, পেটিএমের নাম করেও চলে প্রতারণা। সেই পেটিএম প্রতারণার অভিযোগেই কলকাতা পুলিশেরর জালে জামতাড়া গ্যাংয়ের পাঁচ।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
সাইবার অপরাধের মক্কা জামতাড়া, পুলিশের জালে জামতাড়া গ্যাং-এর ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল