আরও পড়ুন বৌমার চুলের মুঠি ধরে হিড়হিড় করে বাড়ি থেকে বার করলেন ঐশ্বর্যের শাশুড়ি,সামনে এল চাঞ্চল্যকর ভিডিও!
ঘটনা কেরলের রাজধানী তিরুয়নন্তপুরমের৷ সেখানে মাঝেমাঝে মোবাইল চুরি ঘটনায় রীতিমত ক্ষেপে ছিল সাধারণ মানুষ৷ সন্দেহভাজন যুবককে সামনে পেয়েই নিজেদের রাগ চেপে রাখতে পারেননি তারা৷ আইন হাতে নিয়েই যুবকের ওপর চলে মারধর৷ কিন্তু তাতেই মেটে না রাগ৷ এরপর তার পুরুষাঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এই বর্বরতার একটি ভিডিও সামনে আসে৷ তাতে দেখা গিয়ে ৭জন ওই যুবকের ওপর হামলা চালাচ্ছে৷ যার মধ্যে স্থানীয় রিকশাচালকও রয়েছে বলে জানা গিয়েছে৷ অভিযুক্তদের নাম নাসির, দীনেশ, অর্জুন, সাজন, রবিনসন৷
advertisement
Location :
First Published :
December 17, 2019 1:43 PM IST