ধৃতদের কাছ থেকে বহু সংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, রাউটার-সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা-সহ একাধিক দেশের নাগরিকদের ফোন করত। সেখানে সেই নাগরিকদের নিজেদের ইনস্যুরেন্স সংস্থার কর্মী বলে পরিচয় দিত এই প্রতারকরা। এ ভাবে তাদের ইনস্যুরেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি মুদ্রা হাতিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
আরও পড়ুনঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন! কী পেল আর কী পেল না এ গ্রামের মানুষ? রইল হালহকিকত
চক্রের মূল পান্ডা কৃষ্ণ শর্মা-সহ ৩৫ জনকে সেই অফিস থেকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে খতিয়ে দেখছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
অনুপ চক্রবর্তী